ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা বার্তা, ফানি স্ট্যাটাস, কবিতা ও ছন্দ

ভাইয়েরা হল প্রত্যেক পরিবারের পরম বন্ধু এবং একসাথে বড় হওয়ার জন্য বড় বা ছোট ভাই বোনদের আজীবনের জন্য সঙ্গী হয়। ভাইয়ের জন্মদিনে আপনি অবশ্যই আপনার ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন। এতে আপনার প্রতি তার আন্তরিকতা বেড়ে যাবে। তাই আপনি আপনার ভাইকে তার জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুলবেন না। তার জন্মদিনে বিভিন্ন উপায়ে তাকে আপনি শুভেচ্ছা জানাতে পারবেন। আজ আমরা সেই রকম কিছু উপায় আপনাদেরকে বলে দিব। আপনি যার মাধ্যমে আপনার প্রিয় ভাইকে জন্মদিনে স্পেশাল ভাবে শুভেচ্ছা জানাতে পারবেন।

আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজ আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভাল লাগবে। আজকের পোস্টটি হচ্ছে ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস, কবিতা ও ছন্দ। চলুন তাহলে আর দেরি না করে নিচে থেকে দেখে নেওয়া যাক।

 ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা বার্তা

1. প্রিয় ভাই আমার, তোমাকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমার এই বিশেষ দিনটিকে পুরোপুরি উপভোগ করো। আমার পক্ষ থেকে তোমার জন্য রইল অনেক ভালোবাসা। শুভ জন্মদিন ভাই!

2. ভাই তোমার জীবনে অনেক মঙ্গল বয়ে আসুক এ প্রার্থনাই করি। আর তোমাকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন প্রিয় ভাই আমার।

3. শুভ জন্মদিন কলিজার ভাই আমার। তোমার সকল মনের আশা এবং অপার সাফল্য দান করুক তোমাকে সৃষ্টিকর্তা ।

4. আমি চির কৃতজ্ঞ! কারণ তোমার মত আমি আমার জীবনে এমন একজন ভাই পেয়েছি । তুমি আমার সেরা একজন ভাই। তোমাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ জন্মদিন ভাই।

5. আমার জীবনে আমি এমন একজন ভাই পেয়েছি যার সাথে আমি বন্ধুর মত মিশতে পারি, খোলামেলা সব কথা বলতে পারি। আমার প্রিয় ভাইকে জানাই জন্মদিনের শুভেচ্ছা ।শুভ জন্মদিন!

6. তোমার প্রতি আমার ভালোবাসার কথা প্রকাশ করে শেষ করা যাবে না। কারণ তুমি আমার প্রতি সব সময় যত্নশীল ছিলে। অনেক ভালোবাসি ভাই আমি তোমাকে । শুভ জন্মদিন প্রিয় ভাই আমার।

7. ভাই, তোমার মত এত সুন্দর প্রেমময় ও যত্নশীল ভাই আমার জীবনে পাওয়া এক মহান আশীর্বাদ। আপনাকে আমি অনেক ভালোবাসি এবং আপনার উজ্জ্বল জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। শুভ জন্মদিন ভাই।

8. দুজনে আমরা মারামারি, কাটাকাটি করতে পারি ! তবে ভাই আমি তোমাকে হৃদয় থেকে অনেক বেশি ভালোবাসি। প্রিয় ভাই আমার তোমাকে জানাই জন্মদিনে শুভেচ্ছা। শুভ জন্মদিন ভাই।

9. শুভ জন্মদিন প্রাণপ্রিয় ভাই আমার। এই জন্মদিনে তোমার জীবন সুন্দর এবং সুখে আনন্দে ভরে উঠুক সবসময় এই প্রার্থনাই করি।

10. হাসিখুশি আর আনন্দের স্মৃতিতে ভরে থাকুক তোমার মধুর মুহূর্ত জীবনগুলো। তোমার জীবনে নতুন বার্তা দেই এই দিনটি। তোমাকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ জন্মদিন ভাই।

ভাইয়ের জন্য দিনের শুভেচ্ছা স্ট্যাটাস

11. ভাই তুমি কি জানো, তোমার মত এমন একজন ভাই আমি আমার জীবনে পেয়ে অনেক গর্ববোধ করি। আর এই বিশেষ দিনে তোমাকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন ভাই।

12. ভাই তোমার এই বিশেষ দিনটিকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তুমি আমার জীবনের শুধু সমর্থনই নয়, তুমি আমার জীবনের একজন গর্বও বটে। আমার কাছে তুমি না থাকলে মনে হয় আমি টুকরো টুকরো হয়ে যেতাম। শুভ জন্মদিন প্রিয় ভাই আমার।

13. আমার যে ভালোবাসা এবং স্নেহ ভাই তোমার মাঝে, যা শেয়ার করি তা আরো বছরের পর বছর ধরে দ্বিগুণ বেড়ে যায়।  অস্মরণীয় হয়ে থাক আজকের এই দিনটি। জন্মদিনের অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন ভাই।

14. ভাই তুমি আমার জীবনের সবচেয়ে বড় সামর্থক, পরামর্শদাতা, তুমি আমার শক্তির উৎস, নির্ভরযোগ্য এবং সর্বোপরি তুমি আমার একজন কলিজার বন্ধু। জন্মদিনে তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন প্রিয় ভাই।

15. তোমাকে অনেক ভালোবাসি ভাই। কারণ তোমার মত ভাই হওয়াকে আমার জীবনকে গর্বিত করে তুলেছে। ভাই তুমি অনেক ভালো একজন মানুষ। শুভ জন্মদিন ভাই।

16. তোমার কাছ আমি এতো ভালোবাসা এবং শ্রদ্ধা পেয়েছি যে সর্বদা আমি তোমার কাছে ঋণী হয়ে থাকবো। জীবনের সেরা শুভেচ্ছা তোমাকে। শুভ জন্মদিন প্রিয় ভাই আমার।

17. ভাই, তুমি আমার জীবনে এমন একজন ব্যক্তি যার সাথে সব কথা শেয়ার করতে পারি এবং ভাল- মন্দ, সুখ-দুঃখের সকল কথা প্রকাশ করতে পারি। জন্মদিন অনেক শুভেচ্ছা রইল। শুভ জন্মদিন ভাই।

18. তুমি আমাকে আমার জন্মের পর থেকেই আগলে রেখেছো, সব সময় আমার পাশে থেকেছো। তোমার জীবন ভরে উঠুক হাসি খুশিতে। জন্মদিনের শুভেচ্ছা রইল। শুভ জন্মদিন ভাই।

19. যখন আমি একা ছিলাম তখন তুমি আমার পাশে ছিলে, আমার বিপদ আপদে সবসময় তুমি আমার সাথে ছিলে। তুমি আমার জীবনে এসে আমার জীবনকে সাফল্যের পথ দেখিয়েছো। সবকিছুর জন্য তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুভ জন্মদিন প্রিয় ভাই আমার।

20. প্রিয় ভাই, জন্মদিন খুবই গুরুত্বপূর্ণ কারণ জন্ম দিন জীবনের একটি নতুন অধ্যায়কে বোঝায়। তাই তুমি উজ্জ্বল এবং ভালো কাজের সাথে এই নতুন অধ্যায়টি শুরু করো। শুভ জন্মদিন প্রিয় ভাই আমার।

ভাইয়ের জন্মদিনের এসএমএস

21. প্রিয় ভাই, জন্মদিনে আমি করি তোমায় ভালোবাসা নিয়ে প্রণাম। স্বপ্ন আমার, আশা আমার, তুমি সব সময়ে থাকো সুখে আর সমৃদ্ধির আলোয় প্রকাশিত স্বপ্নধার। শুভ জন্মদিন প্রিয় ভাই আমার।

22. আশা করি ভাই, তোমার এই জন্মদিন ভরে দেবে সব খুশি এবং সুখের পিঞ্জির। সময় কাটুক তোমার জীবনে মিষ্টি করে। জন্মদিনের শুভেচ্ছা জানাই তোমার প্রতি সর্বদা। শুভ জন্মদিন প্রিয় ভাই আমার।

23. প্রিয় ভাই আমার, জন্মদিনে তোমায় জানাই অভিনন্দন। সুখের পথে চলো সব সময়, আশা করি সফলতা করো প্রতিদিন।24. ভাই তুমি আমার কাছে সবসময় সারা জীবন একজন আদর্শ মানুষ এবং অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। অসাধারণ আর বড় ভাইকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ জন্মদিন প্রিয় ভাই আমার।

25. আমি অনেক ভাগ্যবান তোমার মত একজন বড় ভাই আর জীবনে পেয়ে। কিন্তু আমি কত ভাগ্যবান তা ব্যাখ্যা করতে পারিনি। এই বিশেষ দিনে তোমাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন প্রিয় ভাই।

26.প্রিয় ভাই আমার, আপনার এই বিশেষ দিনে আপনাকে আমি জীবনের সমস্ত সুখ এবং সাফল্য কামনা করতে চাই। আপনি আমার একজন আদর্শ ও অনুপ্রেরণা। আর আপনি আমার জন্য যা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। শুভ জন্মদিন প্রিয় ভাই।

27. আমার প্রিয় ভাইকে জানাই জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। সব সময় আপনি আমার রক্ষক এবং আপনাকে আমার জীবনে পেয়ে আমি কৃতজ্ঞ।  আপনার জন্য এই দিনটি সুখ এবং আনন্দ নিয়ে আসুক এই কামনা করি। শুভ জন্মদিন ভাই।

28. জন্মদিনের শুভেচ্ছা জানাই বিশ্বের সেরা ভাইকে। আপনিই কারণ আমার শৈশব স্মরণীয় ছিল, এবং আমরা একসাথে কাটানো প্রতিটি মুহূর্তকে আমি লালন করি। শুভ জন্মদিন প্রিয় ভাই আমার।

29. আমার প্রিয় ভাই, আমার প্রিয় বন্ধু, আমার বিশ্ববাসীকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। আপনি এমন একজন ব্যক্তি আমি যা সর্বদা বিশ্বাস করতে পারি এবং আপনাকে আমার জীবনে পেয়ে আমি অনেক ভাগ্যবান মনে করি। এই দিনটি আপনার জন্য হাসি, ভালোবাসা এবং আনন্দে পূর্ণ হোক। শুভ জন্মদিন ভাই।

30.আমার কলিজার প্রিয় ভাইকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার বেশিরভাগ সময় আপনি আমাকে বিরক্ত করেন, তবুও আমি আপনাকে এখনো অনেক ভালোবাসি এবং পছন্দ করি। ভালো কাটুন দিনটি এই কামনা করি। শুভ জন্মদিন প্রিয় ভাই।

 বড় ভাইয়ের জন্মদিনের  ফেসবুক স্ট্যাটাস

31. আপনার জীবন থেকে আরও একটি বছর চলে গেল এবং নতুন করে আরো একটি  বছরে এসে গেল। কিন্তু আপনি একই  দুর্দান্ত ভাই আছেন আমি যাকে আমার বলে গর্বিত। চমৎকার একটি জন্মদিন আছে। শুভ জন্মদিন প্রিয় ভাই।

32. আমি আপনাকে ভালোবাসা, সুখ এবং আপনার প্রাপ্য সমস্ত আশীর্বাদ কামনা করি আপনার এই বিশেষ দিনে। জন্মদিনের শুভেচ্ছা রইল। শুভ জন্মদিন ভাই।

33. আপনি শুধু আমার একজন ভাই নন, আপনি আমার একজন বন্ধু, আত্মবিশ্বাসী এবং অপরাধের অংশীদারও। আপনার এই বিশেষ দিনে হাসি এবং আনন্দে পূর্ণ হোক। শুভ জন্মদিন প্রিয় ভাই।

34. আপনার মত এমন একজন ভাই এই পৃথিবীতে খুঁজে পাওয়া খুবই কঠিন। সব সময় আপনি আমার বিপদ-আপদে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কোনদিন আপনাকে ভুলবো না। শুভ জন্মদিন ভাই।

35. আমার প্রিয় ভাই, তোমাকে ছাড়া আমি জীবনে অন্য কাউকে কল্পনাও করি নাই। এই পৃথিবীতে আপনি আমার এই জীবনে অনেক আনন্দ এবং আলো নিয়ে এসেছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভ জন্মদিন প্রিয় ভাই।

36. সবচেয়ে মজার, সুন্দর এবং সবচেয়ে ভয়ংকর ভাইকে আমার পক্ষ থেকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা। এই দিনটি আপনার বিষময় এবং হাসি খুশিতে ভরে উঠুক। শুভ জন্মদিন প্রিয় ভাই।

37. জীবন আমাদের যেখানেই নিয়ে যাক না কেন, সব সময় আপনি আমার ভাই এবং বন্ধু হয়ে থাকবেন। আপনার কথা কখনো ভুলতে পারবো না। অনেক ভালোবাসি আপনাকে। শুভ জন্ম দিন ভাই।

38. শুভ জন্মদিন প্রিয় ভাই আমার। আজকের এই দিনটির উপলক্ষে আপনার সকল স্বপ্ন, ইচ্ছা পূরণ হোক এই কামনা করি।

39.আপনি শুধু আমার একজন ভাই নন, বিশ্বের আমার একজন প্রাণ প্রিয় ব্যক্তিও। আপনার জন্মদিনটি হাসি,খুশি সুখ এবং ভালোবাসা দেয় এমন সমস্ত জিনিস দিয়ে পূর্ণ হোক। জন্মদিনের অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন প্রিয় ভাই।

40.শুভ জন্মদিন হে ভাই, এমন ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাই যে  আমার খেলনা চোরের চেয়েও বেশি চুরি করেছে।  ট্রিট আজ তোমার ক্ষমা নাই। আবারো জানাই শুভ জন্মদিন ভাই।

ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ফানি

41. তোমার মাথার চুল পেকে যাচ্ছে, তবুও তুমি বলছো আমার বিয়ের বয়স হচ্ছে না। শুভ জন্মদিন ভাইয়া।

42. ভাই তুমি ভাবছো তুমি অনেক বড় হয়ে গেছে?  আর এইসব কথা বাদ দেও, তুমি তো বড় হও নাই, তুমি এখন বুড়ো হওয়ার খাতায় এসে পড়েছে। শুভ জন্মদিন প্রিয় ভাই।

43.আমার সেই ভাইকে জানাই জন্মদিনের শুভেচ্ছা যে সবসময় আমার পিছনে পড়ে থাকে। শুধু আমরা যখন ক্রিকেট খেলি সেই সময় ছাড়া। হা হা হা। শুভ জন্মদিন ভাই।

44. সব সময় আমাকে টাকা ধার দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তবে আজকে তুমি আমার কাছ থেকে টাকা ধার নিয়ে তবুও আমাকে ট্রিট দিও। জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন প্রিয় ভাই।

45. বয়স তো অনেক হয়ে গেল এখন বিয়েটা করে নাও। তোমার জন্য বিয়ে করতে পারতেছিনা। আমাদেরও তো একটু শখ আছে। শুভ জন্মদিন প্রিয় ভাই।

46. এবার তো মোমবাতি কেক এর দাম অনেক বেড়ে গেছে তোমার বয়সটাও অনেক হয়েছে, তুমি অনেক বড় হয়েছো। তাহলে তুমি এবার বড় দেখে একটা  ট্রিট দিও। শুভ জন্মদিন ভাই।

47.তোমার জীবনে আর একটা জন্মদিন চলে আসলো, তুমি নতুন আরেকটা বছর পা দিয়েছো তবুও কিন্তু তোমার মুখে আর দাড়ি গজালো না। হা হা হা। জন্মদিনের অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন।

48. আমি সেই ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাই, যে আমাকে সবসময় হাসিখুশিতে রাখত। আমাকে কখনোই হাসাতে ব্যর্থ হয় নাই। এমনকি যখন আমি হাসতে চাইনি তখন আমাকে হাসাতে বাধ্য করেছে। শুভ জন্মদিন প্রিয় ভাই।

49.শুভ জন্মদিন কলিজার ভাই আমার। তুমি কিন্তু বুড়ো হচ্ছে না, তুমি শুধু মজার একটি বিয়ের কাছাকাছি আছো। 

50. শুভ পয়দা দিবস ভাই। জন্মদিনের গিফট পেতে চাইলে সময়মতো ট্রিটটা দিয়ে দিও। তুমি জন্মে আমার যে বিশাল ক্ষতিটা করেছে ট্রিটের সাথে সেই ক্ষতিপূরণও আমি যেন পাই।

51. আহা কি আনন্দ আকাশে বাতাসে। তোমার জন্মদিনের জন্য আমি গত এক বছর ধরে কিছু খাইনি। জলদি আজ আমাকে রেস্টুরেন্টে নিয়ে চলো। শুভ জন্মদিন ভাই।

52. এক, দুই, তিন আজ আমার ভাইয়ের জন্মদিন। জীবনে অনেক ভালো কিছু কর এবং সাফল্যের পথে এগিয়ে যাও। শুভ জন্মদিন ভাইয়া।

53. আজকে এই বিশেষ দিনে আমরা তোমার পকেট ফাঁকা করব। তুমি আজ যেখানেই যাও না কেন, গর্তের ভিতর ঢুকলেও তোমাকে খুঁজে বের করবো। পালিয়ে লাভ নেই তোমার। জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল। শুভ জন্মদিন প্রিয় ভাই।

 ভাইয়ের জন্মদিনের কবিতা

সূর্যের মত তোমার জীবন উজ্জ্বল,
স্নেহের দিকে সবসময় তুমি দৃষ্টি তোল।
ভাই আমি তোমার জন্য করি প্রার্থনা,
সফলতা এবং আনন্দ হোক তোমার জীবনের প্রত্যেক দিনে।

স্বপ্ন ছোঁয়া তোমার চোখের মাধুর্য,
জীবনের পথে হোক সর্বদা সফলতা আমাদের দুবল্য।
ভাই আমি তোমার জন্মদিনে করি আবেগ,
আনন্দে পূর্ণ হোক তোমার জীবনের প্রতি ক্ষণ।

জন্মদিনে ভালোবাসা এসে গেলো পূর্ণিমার রাত,
আমাদের স্বপ্নের মেলা এবার পৌঁছতে সাত।
ভাই, জন্মদিনে শুভেচ্ছা এই কবিতায়,
তুমি আমার জীবনের অমূল্য সংশয়।

ভাইয়ের জন্মদিনে এসেছে একটি দিন,
সবাই উল্লাসে মন ভরিয়ে নিয়ে এসেছে আমাদের প্রিয় বিন।

তোমার স্মিতির পাখা ফুলে,
আমরা সবাই সৃজনশীল সময়ের গল্প রুপে।
ভালোবাসা ও আশীর্বাদ তোমার সাথে,
জন্মদিনে এসেছে সব শুভেচ্ছা আমাদের প্রিয় সখে।

তুমি হৃদয়ে সবার মধু,
আমরা করি শুভেচ্ছা এই মধুর সীমানায় আমরা মোড় দেব শুভ কামনা এই পূর্ণিমায়। জন্মদিনের শুভেচ্ছা তোমার পাশে,
ভাই তুমি আমাদের অমূল্য সম্পত্তি, তুমি আমাদের আদর্শ, তুমি আমাদের অমূল্য বন্ধু, আমাদের সব।

এই কবিতা শেষ হলো, তোমার উজ্জ্বল মনে,
ভাইয়ের জন্য আমার শ্রদ্ধা, সদা থাকুক সন্ধানে।

ভাইয়ের জন্মদিনের ছন্দ

সূর্য উদিত হয়, দিনের আলো প্রকাশ,
ভাইয়ের জন্য এই ছন্দ, আমি সত্য উদ্ভাস।
বন্ধুত্বে বাঁধা আমরা, এক আদর্শ মিলিয়ে,
চলো একসাথে আগামী দিনগুলি মানিয়ে।

ভাই আসে জন্মদিন, সুখের বাতাস ছুঁয়ে,
আনন্দে মিলুক সবার, হৃদয় খুলে বলে,
ভাইয়ের জন্মদিনে এই শুভকামনা জানাই,
স্বাস্থ্য, সুখ, সাফল্য সাথে থাকুক সব সময়।

ভাইয়ের জন্মদিন, সব খুশির আলো,
স্নেহ ও আদরে ভরে, সব হৃদয় জ্বললো।

ভাই তুমি আসো, জন্মদিন এসে গেল,
আনন্দে বাজে গান, সব খুশি যে ফুলে।

সূর্যের মুখে হাসি, মেঘের ছায়া দূরে,
ভাইয়ের জন্মদিনে, হৃদয় সুখের নগরে।

স্নেহের ফুল খোলে, বন্ধুত্বের গান শুনে,
আনন্দের সুর বাজে, জীবনে আলো ছুঁয়ে।

মিলিয়ে যাই একসাথে, চলো স্বপ্নের পথে,
ভাইয়ের জন্মদিনে, সুখের ফুল ফুটুক কাঁথে।

সূর্যের মুক্ত আলোয়, সুবর্ণ সকালে,
ভাইয়ের জন্য এই কবিতা, এসেছে বলে।

তুমি আমার ভাই, অমূল্য রত্ন,
বন্ধুত্বের মাধুর্য, আছে তুমি জীবনে।

প্রেম ও সহানুভূতি, তোমার কৃষ্ণ গুণ,
আমার হৃদয়ে সদা রয়ে, স্থির হয়ে বুক।

সহায়ক, সহকারী, তুমি আমার প্রণ,
জীবনের পথে তুমি, সব সময় সঙ্গ।

আমি চাই তোমার সুখ, আমি চাই তোমার ভাল,
আমার ভাই, তুমি আমার প্রিয়, আমি তোমার কাছ।

দুঃখেও সঙ্গী, আনন্দেও যারে সাথী,
আমার ভাই, তুমি আমার অমূল্য শখ।