অ্যাড দেখে টাকা ইনকাম করার উপায় – প্রতি মাসে লাখ টাকা আয় করুন

আমরা প্রত্যেকেই কিন্তু প্রতিনিয়ত প্রায় অনেক সময় ইন্টারনেট ব্যবহার করার মধ্যে নষ্ট হয়ে যায়। আমরা ইন্টারনেট ব্যবহার করে ভিডিও দেখি, গেম খেলি বা সোশ্যাল মিডিয়া সাইটগুলো নিয়ে ব্যস্ত হয়ে থাকি। তবে এই ইন্টারনেটের মাধ্যমে যদি কিছু টাকা ইনকাম করা যায় তাহলে এই সুযোগ কে ছাড়বে। ইন্টারনেটে এমন কিছু ওয়েবসাইট রয়েছে আপনি চাইলে সেগুলোতে গিয়ে অনলাইনে বিজ্ঞাপন দেখার বিনিময়ে টাকা পাবেন। তাছাড়া অনলাইনে এ্যাড দেখার কাজ তেমন কোন কষ্টের নয়।খুব সহজেই আমরা এখন ঘরে বসে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে এড দেখে টাকা ইনকাম করতে পারি।

এড দেখে টাকা ইনকাম করে বিকাশে পেমেন্ট পেতে আমাদের এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। এই পোস্টে বিস্তারিত সকল কিছু আলোচনা করা হবে। আমাদের আজকের পোস্টটি হল এড দেখে টাকা ইনকাম করার উপায়। অ্যাড দেখে টাকা আয় করার ওয়েবসাইট বা এপ্সগুলো ইন্টারনেটে প্রচুর পরিমাণে পাবেন। তবে এখান থেকে টাকা ইনকাম করার বিশ্বস্ত ওয়েবসাইটগুলোর সংখ্যা কিন্তু সত্যি কম। অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো আপনার করার কাজের বিনিময়ে আপনাকে টাকা দেয় না। তাহলে চলুন দেখে নেওয়া যাক অ্যাড দেখে  টাকা ইনকাম করার উপায়।

অ্যাড কি

আজকে আমরা আমাদের এই পোস্টে জানাবো বিজ্ঞাপন বা অ্যাড মূলত কি। তাহলে শুরু করা যাক; আপনারা সকলেই কম বেশি টেলিভিশন বা ইউটিউব ভিডিও দেখে থাকেন। যখন আমরা টেলিভিশনে নাটক, মুভি, গান ইত্যাদি দেখার সময় উপরিউক্ত প্রোগ্রামের মাঝে মাঝে কয়েক মিনিটের জন্য বিভিন্ন কোম্পানির পণ্যদ্রব্য ইত্যাদি প্রচারের জন্য যেমন-বিস্কুট, সাবান, শ্যাম্পু ইত্যাদি তথ্য মানুষের কাছে তুলে ধরার জন্য যে সকল প্রচার দেখান তাকেই বিজ্ঞাপন বলা হয়। আবার এই বিজ্ঞাপনকে সহজ করে বলতে গেলে বলা হয় অ্যাড। আশা করছি আপনারা বিজ্ঞাপন বা এক সম্পর্কে বুঝতে পেরেছেন।

সত্যি কি এড দেখে টাকা ইনকাম করা যায়

বিজ্ঞাপন দেখে অর্থ উপার্জন করা সত্যিকার অর্থেই সম্ভব কিনা অনেকেই তা নিয়ে ভাবছেন। তাদের উত্তরে আমি বলব অবশ্যই বিজ্ঞাপন থেকে টাকা ইনকাম করা যায়। তবে বাস্তবসম্মত প্রত্যাশার সাথে এটির কাছে যাওয়া গুরুত্বপূর্ণ। যে ওয়েবসাইট গুলো এই সুযোগটি দিয়ে থাকে তারা বিজ্ঞাপন দাতাদের সাথে কাজ করে থাকে। যারা ইউজারদের সময় এবং মনোযোগের জন্য অর্থ প্রদান করতে ইচ্ছুক। এই বিজ্ঞাপন গুলো দেখে ইউজাররা ওয়েবসাইটের জন্য আয় জেনারেট করে, যা ঘুরিয়ে ফিরে সেই আয়ের একটি অংশ দর্শকদের সাথে ভাগ করে নেয়। এটা যদিও আপনাকে রাতারাতি ধনী করে তুলতে পারবে না, কিন্তু অতিরিক্ত কিছু আয় উপার্জনের একটি কার্যকর উপায় হিসেবে কাজ করবে।

অ্যাড দেখে টাকা ইনকাম করতে কি কি প্রয়োজন পড়বে

এড দেখে টাকা ইনকাম করা শুরু করতে আপনার কয়েকটি জিনিসের প্রয়োজন হবে। সেগুলো এখন নিম্নে দেওয়া হবে। চলুন সেগুলো দেখে নেয়া যাক।

নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ: আপনি যেহেতু অনলাইনে ভিডিও দেখবেন তাই একটি স্থিতিশীল ইন্টারনেট সংযোগ অপরিহার্য।

একটি বিশ্বস্ত ওয়েবসাইটের সাথে অ্যাকাউন্ট : স্বনামধন্য একটি ওয়েবসাইট বেছে নিন যা এই উপার্জনের সুযোগ করে দিবে।

ধৈর্য এবং অধ্যাবসায় : বিজ্ঞাপন দেখে টাকা ইনকামের জন্য ধারাবাহিকতা এবং নিষ্ঠার প্রয়োজন। যত বেশি আপনি বিজ্ঞাপন দেখবেন তত বেশি টাকা ইনকাম করতে পারবেন।

ডিভাইস : প্লাটফর্মের সামঞ্জস্যের উপর নির্ভর করে আপনি বিজ্ঞাপন দেখার জন্য একটি ডেস্কটপ, ল্যাপটপ কম্পিউটার এমনকি একটি স্মার্টফোন বা ট্যাবলেট ব্যবহার করতে পারেন।

বাছাইকৃত সেরা ১০ টি এড দেখে টাকা ইনকাম করার ওয়েবসাইট

আয় করার জন্য এমন বেশ কয়েকটি ওয়েবসাইট রয়েছে যা ব্যবহারকারীদের এড দেখে টাকা ইনকাম করার সুযোগ করে দেয়। নিম্নে এখন আমরা সেই সেরা ১০ টি ওয়েবসাইটের নাম উল্লেখ করবো।

1. SWAGBUCKS
2. INBOXDOLLARS
3. YSENSE
4. NEOBUX
5. PAIDVERTS
6. COINPAYU
7. IRAZOO
8. SLIDEJOY
9. VINDALE
10. PAISAAD

উপরের ছকটিতে ওয়েবসাইটের নাম প্রদান করা হয়েছে এবার এখন আমরা এক এক করে প্রতিটি ওয়েবসাইটের কার্যপ্রণালী সম্পর্কে আপনাদের মাঝে জানাবো। চলুন তাহলে দেখে নেয়া যাক।

SWAGBUCKS: SWAGBUCKS এই ভিডিও এবং বিজ্ঞাপন দেখা সহ টাকা ইনকামের বিভিন্ন উপায় ব্যবহার করে থাকে। ইউজাররা পয়েন্ট ( SB ) জমা করে যা নগদ অর্থে রূপান্তর বা উপহার কার্ড এর মাধ্যমে আয় করা যেতে পারে। ওয়েবসাইটটিতে পেপাল এবং গিফট কার্ডের মাধ্যমে পেমেন্ট করা হয়।

INBOXDOLLARS: InboXdollars আপনাকে বিজ্ঞাপন দেখে, সার্ভে করে, গেম খেলে এবং আরো অনেক কিছু করে টাকা ইনকাম করতে দেয়। এবার আপনি নূন্যতম পে- আউট থ্রিশ হোল্ডে পৌঁছে গেলে পেপাল, ব্যাংক মাধ্যমে পেমেন্ট করা হয়।

YSENSE : Ysense পূর্বে Clixsense নামে পরিচিত ছিল। এটি আপনাকে বিজ্ঞাপন দেখে, সার্ভে করে, বিভিন্ন মাইক্রো জব সম্পূর্ণ করে এবং আরো অনেক কিছু করে টাকা ইনকাম করতে দেয়। পেপাল, পেওনিয়ার বা স্কিল এর মাধ্যমে পেমেন্ট করা হয় একবার যদি আপনি নূন্যতম Payout পরিমাণে পৌঁছান।

NEOBUX : Neobux হলো একটি জনপ্রিয় PTC ওয়েবসাইট যেখানে আপনি বিজ্ঞাপন দেখে টাকা ইনকাম করেন। পেপাল, স্কিল এবং নেটেলার সহ বিভিন্ন পেমেন্ট গেট ওয়ের মাধ্যমে তাৎক্ষণিকভাবে অর্থ প্রদানের প্রক্রিয়া করা হয়।

PAIDVERTS : Paidverts হল আরেকটি পিটিএস ওয়েবসাইট যা বিজ্ঞাপন দেখে আয়য়ের অফার করে। সাইটের একটি অনন্য সিস্টেম রয়েছে যেখানে উচ্চমূল্যের বিজ্ঞাপনগুলি ব্যবহারকারীদের জন্য বরাদ্দ করা হয়। যারা প্লাটফর্মের সাথে ইন্টার অ্যাক্ট করে আরো বোনাস পেমেন্ট সংগ্রহ করে। পেপাল বা বিটকয়েনের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করা যেতে পারে।

COINPAYU : Coinpayu হলো একটি ক্রিপ্টোকারেন্সি ভিত্তিক প্ল্যাটফর্ম আপনি যেখানে বিজ্ঞাপন দেখে বিটকয়েন উপার্জন করেন। আপনি ন্যূনতম Payout পরিমাণে পৌঁছে গেলে আপনি একটি বিটকয়েন ওয়ালেটে আপনার উপার্জন উইথড্র করতে পারেন।

IRAZOO : Irazoo টাকা ইনকামের বিভিন্ন উপায় প্রদান করে। যেমন- বিজ্ঞাপন দেখা, সার্ভে করা এবং tracks সম্পন্ন করা সহ আরো অনেক কিছু। পেপাল বা গিফট কার্ড এর মাধ্যমে পেমেন্ট করা হবে আপনি যখন নূন্যতম Payout এর পরিমাণে পৌঁছে যাবেন।

SLIDEJOY : Slidejoy হলো একটি মোবাইল অ্যাপ যা আপনার লগে স্ক্রীনে বিজ্ঞাপন প্রদর্শন করে। আপনি এখান থেকে ক্যারেট উপার্জন করেন, যা নগদ অর্থে রূপান্তর বা গিফট কার্ডের জন্য রিডিম করা যাবে। পেপাল বা বিভিন্ন গিফট কার্ড এর মাধ্যমে অর্থ প্রদান করা হয়।

VINDALE : Vindale হল রিচার্জ পেইড সার্ভে প্রদান এবং বিজ্ঞাপন থেকে টাকা ইনকাম করার সুযোগও দিয়ে থাকে। আপনি ন্যূনতম পে আউট থ্রেশহোল্ডে পৌঁছে গেলে পেপালের মাধ্যমে পেমেন্ট করা হয়।

PAISAAD : Paisaad হলে একটি ভারতীয় ওয়েবসাইট যেখানে আপনি বিজ্ঞাপন দেখে বন্ধুদের রেফার করে এবং অফারগুলি সম্পন্ন করে টাকা ইনকাম করতে পারেন। Paytm বা UPL এর মাধ্যমে পেমেন্ট করা হয়। আপনি বাংলাদেশের হয়ে থাকলে এটি আপনার জন্য কিছুটা কষ্টসাধ্য হবে পেমেন্টের দিক থেকে। তবে আপনি ভারতের হলে এটা আপনার জন্য আদর্শ।

এই ওয়েবসাইট গুলি বিজ্ঞাপন দেখে টাকা ইনকামের বৈধ সুযোগ দিয়ে থাকে। এখানে সংক্ষেপে সাইটগুলো সম্পর্কে বেসিকভাবে জানানো হয়েছে। আশা করি আপনারা বাছাইকৃত সেরা ১০ টি ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

এড দেখে টাকা ইনকাম করার ক্ষেত্রে সচেতনতা

বিজ্ঞাপন দেখে টাকা ইনকাম করা আপনার আয়ের বৈধ উপায় হতে পারে। তবে কিছু বিষয় সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে আমরা সেইগুলো বিস্তারিত আলোচনা করব। চলুন সেগুলো দেখে নেয়া যাক।

সময় বিনিয়োগ: বিজ্ঞাপন দেখার মাধ্যমে উল্লেখযোগ্য টাকা ইনকামের জন্য যথেষ্ট সময় বিনিয়োগ প্রয়োজন। সম্ভাব্য উপার্জন আপনি এই কার্যকলাপে উপসর্গ করতে ইচ্ছুক সময়ের সাথে সারিবদ্ধ কিনা তা মূল্যায়ন করা গুরুত্বপূর্ণ।

পে- আউটের পরিমাণ: বেশিরভাগ ওয়েব সাইটের একটি ন্যূনতম পে আউট দিয়ে থাকে যা আপনি আপনার উপার্জন নগদ টাকায় নিয়ে আসার আগে পৌঁছাতে হবে। এবং এটিতে পৌঁছানোর আগে কোন রেভিনিউ জেনারেট করতে পারবেন না। সে ক্ষেত্রে সে পরিমাণে পৌঁছাতে সময় লাগতে পারে সে সম্পর্কে সচেতন থাকুন।

গোপনীয় এবং ডাটা সুরক্ষা: কিছু প্ল্যাটফর্ম ব্যক্তিগত ডেটা সংগ্রহ করতে পারে বা ব্যবহারকারীর কার্যকলাপ ট্র্যাক করতে পারে। যেকোনো ওয়েবসাইটে সাইন আপ করার আগে, আপনার তথ্য কিভাবে ব্যবহার করা হবে তা বুঝতে এর গোপনীয়তা নীতি এবং পরিষেবার শর্তাবলী পড়ুন।

আয়ের পরিবর্তনশীলতা: বিজ্ঞাপন দেখে উৎপন্ন আইন বিভিন্ন কারণের উপরে নির্ভর করে। যেমন-বিজ্ঞাপনের সংখ্যা, প্রতিটি বিজ্ঞাপনের সময়কাল, এবং প্ল্যাটফর্ম দ্বারা নির্ধারিত পেমেন্ট হার। সম্ভাব্য উপার্জন সম্পর্কে বাস্তবসম্মত প্রত্যাশা থাকা গুরুত্বপূর্ণ।

কম্পিউটার/মোবাইলে এড দেখে ইনকাম করাটা কতটা লাভজনক

দেখুন সত্যি কথা বললে, এই ওয়েবসাইট গুলোর মাধ্যমে কিছুটা ইনকাম করতে পারবেন। তবে আপনি যদি অতিরিক্ত টাকা আয় করার কথা ভাবছেন তাহলে সেটা ভেবে লাভ কোন রকম নেই। এই ধরনের ওয়েবসাইট গুলো আপনার থেকে অনেক বেশি সময় নিয়ে নিবে এবং তার বিনিময়ে কেবল সামান্য পরিমাণের টাকা আপনাকে দিবে। আমি নিজে এই ওয়েবসাইট গুলো ব্যবহার করে দেখিনি। তবে ইন্টারনেটে থাকা বিভিন্ন রিভিউ এবং কমেন্ট গুলো পড়ে এই সেরা ওয়েবসাইটগুলোর বিষয়ে আমি আপনাদেরকে বলছি। যদি আপনাদের কাছে অনেক সময় থাকে এবং যদি আপনি সামান্য কিছু টাকা অনলাইনে আয় করে দেখতে চাচ্ছেন তাহলে ওয়েবসাইট গুলোতে অ্যাকাউন্ট তৈরি করে দেখতে পারেন। এছাড়া Seriours Online income এর ক্ষেত্রে এই ধরনের ওয়েবসাইটগুলো কোন কাজের না। এক্ষেত্রে আপনারা ব্লগিং বা ইউটিউব চ্যানেল তৈরি করে ইনকাম করার পরামর্শ দিব আমি।

বিজ্ঞাপন দেখে কত টাকা আয় করা যায়

এখন উপরের আলোচনা গুলো জানার পর আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে, আপনি যদি পাবলিশারদের বিজ্ঞাপন গুলো দেখেন তাহলে আপনি এই অ্যাড দেখার বিনিময়ে কত টাকা আয় করতে পারবেন? তো আপনি যদি ৫ থেকে ৬ ঘন্টা সময় ব্যয় করে এই কাজগুলো যদি করেন। তাহলে আপনি প্রতি মাসে প্রায় ৮ হাজার টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। আবার যদি এর থেকেও বেশি সময় দিতে পারেন তাহলে কিন্তু আপনার অনলাইন থেকে আয় করার পরিমাণ আরো বেড়ে যাবে। সে ক্ষেত্রে আপনি আরো বেশি টাকা ইনকাম করতে পারবেন। কারণ এই কাজগুলো হলো প্রোডাকশন টাইপের জব।

যেখানে আপনি যত বেশি কাজ করতে পারবেন; সেখানে আপনার আয় করা টাকা পরিমাণ তত বেশি হবে। তবে আপনি শুধু সময় দিলেই যে আয় করতে পারবেন বিষয়টা আসলে তেমন নয়। বরং এই পদ্ধতি অবলম্বন করে টাকা আয় করতে হলে আপনাকে শ্রম এবং টেকনিক অনুসরণ করে কাজ করে যেতে হবে। তাহলে আপনি দেখবেন একটা সময় প্রতি মাসে অনেক টাকা ইনকাম করতে পারছেন। যেমন আপনাকে একের অধিক সাইডে কাজ করতে হবে। তাহলে আপনি বেশি বেশি কাজ করতে পারবেন এবং আপনি যত বেশি পরিমাণে কাজ করবেন আপনার আয়ও ঠিক ততই বাড়তে শুরু করবে।