বিশ্বাস ভাঙ্গা নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা

কারো সাথে সুন্দর একটি সম্পর্ক গড়ে ওঠা অনেক কষ্টের এবং অনেক সময় ও বিশ্বাসের প্রয়োজন হয়ে থাকে। কিন্তু এই বিশ্বাস ততদিন সময় থাকে যতদিন আপনার কাছে তার চাহিদা থাকে। চাহিদা শেষ হলে আপনাকে নানা অজুহাত, নানা বাহানাই আপনাকে ছেড়ে চলে যেতে চাইবে। যারা বিশ্বাস নিয়ে সুন্দর উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন,কবিতা, ছন্দ এইগুলো খুঁজছেন মনের ভাব প্রকাশ করার জন্য তারা আমাদের পেজটি লক্ষ্য করুন।

আসসালামুয়ালাইকুম। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজ আপনাদের মাঝে সুন্দর একটি পোস্ট নিয়ে হাজির হয়েছে, পোস্টটি হল বিশ্বাস ভাঙা নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ছন্দ ও কবিতা। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করবেন। আর নতুন নতুন পোস্ট পেতে আমাদের সাথে থাকবেন। চলুন এখন তাহলে দেখে নেওয়া যাক বিশ্বাস ভাঙ্গা নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা।

বিশ্বাস ভাঙ্গা নিয়ে উক্তি

1. বিশ্বাস এমন একটা জিনিস যা কখনো দেখা যায় না, ধরা যায় না, ছোয়া যায় না, কিন্তু এটা হারালে সবকিছুই একদম হারিয়ে যায়।

2. যদি কারো উপর থেকে একবার বিশ্বাস উঠে যায়, তাহলে তাকে আর কখনোই বিশ্বাস করা যায় না।

3. একটা সত্যি কথা বলবো কারণ আমি তোমাকে খুব বেশি বিশ্বাস করি! তাই তুমি আমাকে বোকা ভাবো, তবে মনে রেখো যেদিন কোন চালাক মানুষের সামনে পড়বে সেদিন তোমার এই বোকা মানুষটাকে প্রয়োজন পড়বে।

4. অল্পতেই যে ব্যক্তি বিশ্বাস করে ফেলে, সেই সব ব্যক্তি খুব সহজেই ধোঁকা খায়।

5. যে তাকে ভালোবাসে প্রকৃতি তাকে কখনোও বিশ্বাসঘাতকতা করেনি।

6. বিশ্বাসঘাতকতা অত্যন্ত বেদনাদায়ক হতে পারে; তবে আপনাকে এই বেদনা স্থায়ীভাবে কতটা ক্ষতি করে তা শুধু আপনার উপরে নির্ভর করে।

7. কেউ যখন আপনাকে বিশ্বাসঘাতকতা করে সেটা তাদের চরিত্রের প্রতিচ্ছবি, আপনার নয়।

8. লোকেরা অনেক সময় পরিবর্তন হয় না, বরং তাদের মুখস্ত পরে যায়।

9. আমার সঙ্গে যে একবার বিশ্বাসঘাতকতা করেছে দ্বিতীয়বারও সে করতে পারে।

10. একজন মানুষ বিশ্বাস ঘাতকতা করতে পারে তার বিবেক।

বিশ্বাস ভাঙ্গা নিয়ে স্ট্যাটাস

11. কাউকে বিশ্বাস করা খুবই কঠিন! তুমি যখন কোন মানুষের উপর একদম সম্পূর্ণ বিশ্বাস কর, কিন্তু পরে সেই মানুষটাই তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে।

12. সত্যিকারের বন্ধু হলো নিরবতা যে কখনোও বিশ্বাসঘাতকতা করে না।

13. বিশ্বাসঘাতকতা নিয়ে সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে যে তার কাছ থেকে এটা আসে তুমি যার উপরে পুরোপুরি বিশ্বাস করতে।

14. বিশ্বাসঘাতকতা ও দোষ উন্নতির সংবেদনশীল একটি শত্রু।

15. মানুষের উপর বিশ্বাস করতে করতে হয়তো কয়েকটা বছর সময় লেগেছে, কিন্তু বিশ্বাস ভাঙতে কয়েক সেকেন্ডেও সময় লাগে না।

16. বিশ্বাস দিয়ে প্রতিটি বিশ্বাসঘাতকতা শুরু হয়।

17. একজন ভালো ব্যক্তিকে ঠকানো আর হিরা ছুড়ে পাথরে টুকরো তোলার সমান।

18. জীবনে চলার পথে কাউকে এত বেশি বিশ্বাস করবেন না যে বিশ্বাস ভাঙলে আপনার কাঁদতে হয়।

19. একজন মানুষ আত্মবিশ্বাসী তো তখনই হয় যখন সে নিজের উপর বিশ্বাস রাখে। বিশ্বাস করে নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে।

20. যেদিন তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়েছো আমি তো সেই দিনই তোমাকে একদম ভুলে গিয়েছি।

বিশ্বাস ভাঙ্গা নিয়ে মেসেজ

21. কাছের মানুষগুলো যখন বিশ্বাস ভেঙ্গে দেয় তখন সেই জ্বালা যন্ত্রণা এবং কষ্ট গুলো সহ্য করা যায় না; একদমই না।

22. তোমাদের মধ্যে সেই উত্তম, যে তার পরিবার পরিজনের কাছে উত্তম।

23. যে আমাকে সত্য এবং মিথ্যা দিয়ে বুজ  দিয়েছিল; সেই বুঝ আজ আমাকে ভেঙ্গে দিল।

24. যে পবিত্র থাকতে চায়, আল্লাহ তাকে পবিত্র রাখেন।

25. যদি বিশ্বাস অর্জন করতে চাও তাহলে স্পষ্টভাবে কথা বল! এমন ভাবে কথা বল মানুষ যেন তোমার কথা বলার ধরণ দেখে সহজেই বুঝতে পারে।

26. আজ কেন তুমি আমাকে একা ফেলে চলে গেলে, তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমার পাশে থাকবে।

27. নিজেকে বেশি বিশ্বাস করো অন্য সব মানুষের চেয়ে। কি করা উচিত তোমার, তোমার চেয়ে তা ভালো আর কেউ বুঝবে না।

28. তুমি যদি মুখে বলো যে তুমি কিছু একটা করবে, তাহলে অবশ্যই তা করো। যদি কাজে হাত না দেও তাহলে আশেপাশের মানুষ তোমার উপর থেকে একদম বিশ্বাস হারিয়ে ফেলবে।

29. কারোও বিশ্বাস ভেঙ্গে ফেলা কাগজকে কুচিত করার সমান। এটি আপনি সমান করতে পারেন তবে এটি আর কখনোও আগের মত হবে না।

30. দুজন ব্যক্তি যারা একটা সময় খুব কাছাকাছি ছিল, বিশ্বাসঘাতকতা ছাড়াই বা বিনা দোষে অপরিচিত হয়ে গেছেন। সম্ভবত এর চেয়ে বিশ্বের সবচেয়ে দুঃখজনক বিষয় আর কিছু হতে পারে না।

বিশ্বাস ভাঙ্গা নিয়ে বাণী

31. অন্যের কথায় কান না দিয়ে যাকে বিশ্বাস করবেন তার কথা এবং কাজের মিল দেখো সর্বপ্রথম।

32. ফেলে আসা জীবন আর ভাঙা বিশ্বাস কোনদিনও ফিরে আসবে না।

33. তুমি আজ আমাকে একদম নিঃস্ব করে দিলে, স্বপ্ন দেখেছিলাম তোমার সাথে পুরো পৃথিবী ঘুরে বেড়াবো।

34. বিশ্বাস হলো নিজের প্রতি একটি আস্থা এবং নিজের প্রয়োজনকে জানা।

35. প্রতিটি মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো নিজেকে বিশ্বাস না করা।

36. বিশ্বাস কখনো কিনে পাওয়া যায় না, আবার আবার কুড়িয়েও পাওয়া যায় না; অর্জন করে নিতে হয় এটি।

38. তোমাকে যে অন্ধের মত বিশ্বাস করে; কখনোই তাকে অন্ধ প্রমাণ করে দিও না।

39. সবাইকে সব সময় বিশ্বাস করতে নেই; কারণ লবণ আর চিনি দেখতে একই রকম কিন্তু।

40. পানিতে যেমন ভাঙা নৌকা বেশিদিন টিকে থাকতে পারে না, ঠিক তেমনি বিশ্বাস ছাড়া সম্পর্কও বেশিদিন টিকে থাকে না।

বিশ্বাস ভাঙ্গা নিয়ে কবিতা

বিশ্বাসের ঝর্না একটি আলোর দিকে,
আমাদের হৃদয়ে জ্বলে নিঃশব্দ আগুনে।
স্বপ্নের কল্পনা ছিল আমাদের সঙ্গে,
কিন্তু এখন সব হারানো, বিশ্বাস ফেলে যেন।

আমরা যে বিশ্বাস করতাম শক্তির কাছে,
সেই শক্তি সাথে হয়ে ছাড়াচ্ছে পাড়ে।
জীবনের সমুদ্রে আমরা অচল থাকতাম,
কিন্তু বিশ্বাস ভাঙ্গা আমাদের হেসে নিয়ে আসছে প্রাণে।

স্বপ্নের আকাশে আমরা উড়ে যেতাম,
আবারও নক্ষত্রগুলি ধরে আসতাম হাতে।
কিন্তু ভাবনার বাতাসে আমাদের পাখি,
বিশ্বাসের শূন্যতায় পড়ে যেমন নীল আকাশে।

শব্দের পাতা আকাশে লেখা,
স্বপ্নের পিঞ্জিরে হৃদয় বঁধা।
বিশ্বাসের দোষে জীবন ভ্রষ্ট,
আবার সত্যের দিকে মাথা তুলবা।

প্রতিটি ক্ষণে বেশি নিশ্চিত হওয়া,
এক নজরে সত্যের উজ্জ্বল আলো দেখা।
বিশ্বাসের ঝুলসায় না ডাকা,
আত্মবিশ্বাসে নত প্রতিবাদ লেখা।

ভাঙ্গা বিশ্বাসে আহত না হওয়া,
পরিস্থিতির মুখে প্রতিটি দিন দেখা।
সত্যের সন্ধানে চলে যাওয়া,
বিশ্বাস ভাঙ্গার আবেগ হারানো সেই যাত্রা।

বিশ্বাসের জাল তোলে ভাসা চোখ,
সত্যের দিকে দৃষ্টি তুলে অধিক।
বিশ্বাস ভাঙ্গার দায়িত্ব নিলে,
জীবনে আসবে সত্যের নতুন আলোক।

বিশ্বাসের আস্থা সৃষ্টির প্রথম পাতা,
যেটি ভাসায় দিচ্ছে জীবনের দিনগুলির উজ্জ্বলতা।
ভাঙ্গা নয়, তার মধ্যে নিবেদন,
সত্যের সন্ধানে চলে যেতে জীবনের পথে দ্বিধা ছাড়াই।

বিশ্বাস ভাঙা নিয়ে ছন্দ

বিশ্বাস ভাঙ্গা, হৃদয়ে ছোঁড়া,
সন্তান দেওয়া আমাদের যত্ন হারা।
কঠিন সময়ে সঙ্গে থাকা প্রয়োজন,
বিশ্বাস স্থির রাখি, প্রেম ও আত্মবিশ্বাসের সঙ্গ।

বিশ্বাস ভাঙা, আঘাত দেওয়া অদ্ভুত,

স্বপ্নগুলি ভেঙে, হৃদয়ে ব্যথা দুঃখ।

প্রতিশোধ নিতে চাও, বিশ্বাস পুনর্নির্মাণ,

প্রেমের আলোকে সূর্যের মত প্রকাশ বিপুল।

বিশ্বাস ভেঙে পড়ি সেই দিনের আলো,

স্বপ্নের জীবন স্থির হল অবশ্যই শোকের দ্বারে।
সন্ধ্যা আসে, আসে না আসে, আমি কে জানি সেই দিনে,
আমার ভাঙা স্বপ্নগুলি কোথায় চলে গেল সেই দিনে?

শব্দগুলি মেঘের মত ছুঁয়ে গিয়েছে মনের আকাশ,
বৃষ্টির পাতা হারিয়ে গেল কানাকানায়।
আমি অপেক্ষা করি আমার ভালোবাসার গল্প,
কোথায় তুমি, আমি কেমন আছি, কি করে সেই দিনে?

বিশ্বাস ভেঙে পড়ে সেই দিনের সূর্যের আলো,
আমার হৃদয়ে এখনও মেঘের ছায়া লুকিয়ে আছে।
প্রশ্ন ছাড়াই কবে ফিরে আসবে সেই সকাল,
আমি অপেক্ষা করি সেই দিনের আলোয় পূর্ণিমা রাতে।

বিশ্বাস ভাঙা, স্নেহের কাঁপা পাড়,
অজানা দিকে পথ চলা, মন মাঝে সংশয়।
শব্দের বাজে ঘেরা মাতাল অনিশ্চয়তা,
ভাবনার মেঘে ছুঁয়ে তোলা অবস্থা।

প্রিয়জন, তুমি কি মনে করো না?
তোমার জন্য আমি প্রস্তুত রয়েছি সব সময়।
প্রমিতি ও আত্মার বাণী কখনো পরিবর্তন পায় না,
যেটি আমরা সহজেই ভুলে যায়, নানা আঘাতের মধ্যে।

তবে চেষ্টা করব, বিশ্বাস পুনর্নির্মাণে,
আবার তৈরি হবে নতুন আকার প্রেমের গান।
ভূলে গিয়ে পূর্বের দুঃখ ও যন্ত্রণা,
উজ্জ্বল ভবিষ্যতে ঘরবে সত্য প্রেমের আলোর প্রতিমা।

Read More