ফ্রিতে ইনকাম করার অ্যাপস

আসসালামু আলাইকুম।  আপনারা সবাই কেমন আছেন। আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আমরা আপনাদের মাঝে নতুন একটি  আর্টিকেল নিয়ে হাজির হয়েছি। আশা করছি এই আর্টিকেলটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব এবং পরিচিত  মানুষদের সাথে শেয়ার করবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক আজকের আর্টিকেলটি কি? এর আর্টিকেলটি হল ফ্রিতে টাকা ইনকাম করার অ্যাপস। আপনারা অনেকেই ভাবতে পারেন আসলেই কি অনলাইনে গেম খেলে ফ্রিতে টাকা ইনকাম করা যায়।

আমি তাদের উত্তরে বলব অবশ্যই ফ্রিতে অনলাইন গেম খেলে টাকা ইনকাম করা যায়। আপনারা যারা অনেকেই  ফ্রিতে টাকা ইনকাম করার অ্যাপস গুগলে বা ইন্টারনেটে খুঁজে বেড়াচ্ছেন তাদের জন্য এই আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে স্টুডেন্টদের জন্য আজকের এই আর্টিকেলটি। আপনারা পড়ালেখার পাশাপাশি এই গেম গুলো খেলে টাকা ইনকাম করতে পারেন। তাহলে নিচের থেকে দেখে নেওয়া যাক ফ্রিতে টাকা ইনকাম করার অ্যাপস গুলোর সম্পর্কে বিস্তারিত তথ্য।

ফ্রিতে ইনকাম করার অ্যাপস

আজ আমরা আপনাদের মাঝে ফ্রিতে ইনকাম করার অ্যাপস গুলো নিয়ে আলোচনা করব। আশা করছি আপনারা এই অ্যাপসগুলো ব্যবহার করে  ভালো পরিমানের টাকা প্রতি মাসে ইনকাম করতে  পারবেন। চলুন তাহলে সেই অ্যাপসগুলো নিচে থেকে দেখানো যাক।

Google Opinion Rewards

 এই অ্যাপসটির কথা আপনারা সবাই একবার হলেও শুনেছেন। এটা হল এমন একটি জেনুইন রিওয়ার্ড অ্যাপ যেটা আপনাকে সত্যি রিওয়ার্ড ইনকাম করার সুযোগ দিয়ে থাকে। Google প্লে স্টোর এর মধ্যে 4.7  রেটিং এবং 50M+ ডাউনলোড এর সাথে এই ইনকাম এপস হয়ে পড়েছে প্রচুর জনপ্রিয়। আপনাকে এখানে মূলত নিজের পরামর্শ দেওয়ার জন্য রিওয়ার্ড দেওয়া হয়। মানে, কিছু Quick surveys গুলোকে সম্পূর্ণ করলে আপনাকে গুগল প্লে স্টোর Credit দেওয়া হবে রিওয়ার্ড হিসেবে। আপনার  প্লে স্টোর থেকে অ্যাপস বা গেমস কেনার ক্ষেত্রে in-game-purchase করার ক্ষেত্রে এই credit গুলো ব্যবহার করতে পারেন।

শুরুতে সরাসরি Google Opinion Reward নামের app টি নিজের মোবাইলে ডাউনলোড বা ইন্সটল করুন। আপনাকে এবার নিজের বিষয়ে কিছু basic questions  এর উত্তর দিতে হবে। এখন সবটা দেওয়ার পর, আপনাকে প্রায় প্রত্যেক সপ্তাহে একটি করে survey  পাঠানো হবে। তবে এই বিষয়ে আপনাকে আপনার মোবাইলে নোটিফিকেশন দিয়ে দেয়া হবে। এবার  সঠিকভাবে survey সম্পূর্ণ করার বিপরীতে আপনাকে S1.00 আপনার Play credit এর মধ্যে দিয়ে দেয়া হবে।

Foapp 

যদি আপনি ফটো তুলতে খুবই পছন্দ করেন তাহলে এই money-making app টি আপনার প্রচুর কাজে আসবে। কেননা এই মোবাইল অ্যাপ দ্বারা আপনি আপনার তোলা ছবি গুলোকে আপলোড করে বিক্রি করতে পারবেন। এবং  বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন। এই অ্যাপ এর দ্বারা প্রফেশনাল বা amateur ফটোগ্রাফাররা কোন কষ্ট না করেই টাকা ইনকাম করার সুযোগ পাচ্ছেন। অ্যাপটি একটি হল একটি crowdsourcing platform যেখানে নিজের স্মার্টফোন দিয়ে তুলে ছবিগুলোতে বিক্রি করার সুযোগ দেওয়া হয়। আপনাকে এখানে সরাসরি নিজের ছবিগুলোকে Foapp কাছে বিক্রি করতে হয় এবং বিভিন্ন brands, advertising এবং marketing agencies গুলো foapp থেকে images গুলো কিনে থাকেন। এই ফ্রী টাকা ইনকাম অ্যাপস দিয়ে টাকা ইনকাম করার প্রক্রিয়া অনেক সোজা। নিচে তা দেখানো হলো।

  1.  সরাসরি নিজের মোবাইলে অ্যাপসটি ইন্সটল করুন।

  2. Account register  করুন ।

  3.  নিজের তুলে high-quality photos  গুলো upload  করুন।

  4.  যদি এবার আপনার ছবি বিক্রি হয়ে থাকে তাহলে S5 থেকে S100 per sale পাবেন।

Truebalance –  ফ্রী রিচার্জ অ্যাপ

Truebalance ফ্রি রিচার্জ অ্যাপ আজকাল মার্কেটে অনেকটাই চলছে। আর এই অ্যাপটির বেশি লোক প্রিয় হওয়ার কারণ এর সহজ ইনকাম এর মাধ্যমে এবং সময়ের সময় সঠিক  পেমেন্টের। হে, Truebalance Android App যারা নাকি  ব্যবহার করেছেন তারা একে অনেক পছন্দ করেছেন আর  এর দ্বারা অনেক টাকা আয় করেছেন। এখন অব্দি এই ফ্রি রিচার্জ অ্যাপটি রিয়েল এবং বিশ্বস্ত হিসেবে প্রমাণিত হয়েছে। যে আপনাকে কামানো টাকা ফ্রি মোবাইলের রিচার্জ হিসেবে দিবে। এখানে কামানো টাকা দিয়ে আপনি নিজের এবং অন্য কারো পোস্টপেইড বা প্রিপেইড মোবাইল নাম্বার রিচার্জ করতে পারবেন। Truebalance app দিয়ে আপনি এই তিনটি প্রকারের টাকা আয় করতে পারবেন।

  1. Invite friends and earn.

  2. TaP Ad lucky coin.

  3. Cash back দিয়ে কামান।

তো উপরে দেওয়া প্রক্রিয়াগুলো দিয়ে আমরা সহজে truebalance app দিয়ে অনলাইনে টাকা ইনকাম করতে পারব। আর যা আমি উপরে বললাম অ্যাপ এর মাধ্যমে কামানো টাকা গুলো আপনি ফ্রি মোবাইল রিচার্জ হিসেবে ব্যবহার করতে  পারবেন। এই truebalance aPP এখন একটি personal loan app এ পরিণত করা হয়েছে। তাই অনলাইনে টাকা আয় করার অ্যাপ হিসেবে এই অ্যাপ ব্যবহার করা যাবে না।

Karma App

যখন প্রশ্ন আসছে, কোন অ্যাপ দিয়ে টাকা ইনকাম করা যায়? তখন Karma App এর বিষয়ে বলাটা অবশ্যই জরুরি। এটা হল একটি জনপ্রিয় অ্যান্ড্রয়েড  রিওয়ার্ড অ্যাপ। যেখানে গেম খেলার  বিপরীতেও রিওয়ার্ড ইনকাম করার সুযোগ পাবেন। সরাসরি দিয়ে দেওয়া  অফার এর তালিকার থেকে গেমস গুলোকে ডাউনলোড করে নিজের মোবাইলে ইন্সটল করুন। মনে রাখবেন  অফার রিকোয়ারমেন্টস গুলো সঠিকভাবে সম্পূর্ণ করতে পারলেই আপনাকে পয়েন্ট দেওয়া হবে। জিতে নেওয়ার পয়েন্ট গুলোকে আপনাকে গিফট কার্ড বা Paypal  এর দ্বারা তুলতে পারবেন। এই অ্যাপ এর মধ্যে বন্ধুদের ইনভাইট করুন এবং তাদের ভবিষ্যতে করা ইনকাম এর 30% আপনি পেয়ে যাবেন।

Champ Cash- Earn money

যদি আপনি ফ্রি মোবাইল বা dth  রিচার্জ ছাড়া direct  ব্যাংক একাউন্ট এ নিজের কামানো টাকা পেতে চান, তাহলে champ cash অ্যান্ড্রয়েড অ্যাপটি আপনার অনেক ভালো লাগবে। কারণ champ cash app এর দ্বারা আপনি যা টাকা আয় করবেন সেটা আপনি নিজের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করাতে পারবেন। Champ cash এন্ড্রয়েড অ্যাপ এর একটি ভালো জিনিস হলো sing up bonus ।  যখন আপনি অ্যাপটি ডাউনলোড করে মোবাইলে ইন্সটল করাবেন তখন আপনাকে ফ্রি এক ডলার সাইন আপ দেওয়া হবে। মানে কেবল অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করলেই আপনাকে 1S বিনা কোন পরিশ্রম দিয়ে দেওয়া হবে। Champ cash  অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়ে অনলাইনে টাকা কামানোর অনেক প্রক্রিয়া আছে। যেগুলো হল Income junction, invite friends এন্ড earn, app install করে কামানো, survey পুরা করে কামানো, offer wall  এবং আরো অনেক কিছু।

Champ mobile app দিয়ে  কামানো টাকা কিভাবে পাবেন

Champ mobile app থেকে আপনি যতটা টাকা ইনকাম করবেন তা আপনি তিনটি প্রকারে পেতে পারবেন। সেগুলো হল-

Direct Bank Transfer:  ব্যাংক ট্রান্সফার অপশনটি দিয়ে আপনি নিজের কামাই করা টাকা গুলো নিজের ব্যাংক একাউন্ট এ ট্রান্সফার করিয়ে নিতে পারবেন। কিন্তু টাকা নিজের ব্যাংক একাউন্ট এ ট্রান্সফার করার জন্য আপনার Champ cash app এ মিনিমাম ১০ ডলার ব্যালেন্স  থাকতেই হবে।

Mobile Recharge:  মোবাইল রিচার্জ অপশন দিয়ে আপনি নিজের কামানো টাকা ফ্রি মোবাইল রিচার্জ হিসেবে ব্যবহার করতে পারবেন।

PayPal : ( ইন্ডিয়ার বাইরে পেমেন্ট করার জন্য )।

AppBucks  থেকে আয়

AppBucks Android  মোবাইল থেকে অনলাইনে ক্যাশ ইনকাম করার আরেকটি ভালো এন্ড্রয়েড ইনকাম অ্যাপ। আপনি এখানে নিজের আয় করা পয়েন্ট এর হিসেবে পাবেন। আর আয় করা প্রতি এক হাজার পয়েন্ট মানে এক ডলার। মানে আপনি টোটাল 1000 পয়েন্ট জমা করলে আপনার এক ডলার ইনকাম হবে। এভাবেই আপনি পয়েন্ট জমা করে অনেক ডলার টাকা কামিয়ে নিয়ে নিতে পারবেন। AppBucks  অন্য অনলাইন আর্নিং এপ্স এর মতই বিভিন্ন কাজ বা  অফার পুরা করার পর আপনাকে রিওয়ার্ড বা টাকা দেয়। কিন্তু  এই Appbucks  অ্যাপটির একটি লাভ অবশ্যই আছে। সেটা হল- Welcome bonus যা আপনাকে  অ্যাপটিতে রেজিস্টার করার সাথে সাথে ১০ ডলার এবং ৫০০ পয়েন্ট দিয়ে দিবে।

মানে, কেবল অ্যাপ ডাউনলোড এবং ইন্সটল করে রেজিস্টার করলেই আপনাকে দশ ডলার দিয়ে দেয়া হবে। Appbucks app টিতে টাকা আয় করার অনেক উপায় রয়েছে। যেগুলি হল- app install করে টাকা ইনকাম, বন্ধুদের রেফার করে টাকা ইনকাম, ডেইলি অ্যাপ এ ভিজিট করে পয়েন্ট, ভিডিও দেখে, swipe page  খেলে, অ্যাপটি শেয়ার করে এবং নোটিফিকেশন এ আসা বোনাস পয়েন্ট থেকে। এই অ্যাপ প্লে স্টোর থেকে ডিলেট করে দেওয়া হয়েছে। আপনারা চাইলে এর বদলে একই রকমের অ্যাপ earn talk time  ব্যবহার করতে  পারবেন।

Don- Daily Offer

Don android app টি অন্য টাকা কামানোর অ্যাপ এর মতনই। আপনাকে বিভিন্ন অফার পুরা করার রিওয়ার্ড বা টাকা দেয়। অ্যাপটিকে প্লে স্টোর থেকে ডাউনলোড ও মোবাইলে ইন্সটল করার পর আপনাকে ফ্রি দশ টাকা এবং একটি অ্যাপ ডাউনলোড করার পর আরো ৫ টাকা দেওয়া হবে। মানে আপনি ১৫ টাকা এক ইন্সটল করার পরেই পেয়ে যাবেন। যেমন আমি উপরে বলেছি Don android app থেকে আপনি অনেক রকমের অফার পুরা করে টাকা ইনকাম করতে পারবেন। এরকম কিছু অফার হলো- app install করে, ভিডিও দেখে টাকা আয়, ticket winner  এ মিনিমাম এক টাকা পাবেন। স্পন্সার ভিডিও দেখে আপনি প্রতি ভিডিও তে পাঁচ পয়সা করে কামাবেন। এরকমই ছোট ছোট কয়েক সেকেন্ডের ভিডিও দেখতে থাকুন আর টাকা ইনকাম করতে থাকুন সেখান থেকে। 

Don app দিয়ে টাকা আয় করার আরেকটা জরুরী সাধন হলো invite friends and earn। হ্যাঁ আপনি এই অ্যাপটিকে যত নিজের ফ্রেন্ডসদের রেফার করবেন এবং তারা যদি আপনার রেফারেলিং দিয়ে অ্যাপ ডাউনলোড করে আপনি তাহলে 10 টাকা করে প্রত্যেক রেফার ইন্সটলে পাবেন। DoN app দিয়ে আয় করা টাকা আপনি paytm wallet  এ ট্রান্সফার করে নিতে পারবেন। তারপর paytm wallet  থেকে নিজের ব্যাংক একাউন্টে টাকা দিয়ে নিয়ে নিতে পারবেন। কিন্তু নিজের কামাই করার টাকা আপনি তখন নিতে পারবেন যখন আপনার DOn  অ্যাপ্লিকেশন এ ৬০ টাকা জমা হয়ে যাবে। তার আগে নিতে পারবেন না টাকা। এই অ্যাপ প্লে স্টোর থেকে ডিলেট করে দেয়া হয়েছে। চাইলে আপনারা এর বদলে current reward app ব্যবহার করে দেখতে পারেন।

 

 টাকা ইনকাম করার অ্যাপস বাংলাদেশ

নিচে টাকা ইনকাম করার অ্যাপস বাংলাদেশ সমূহের তালিকা তুলে ধরা হয়েছে।  নিম্নে বর্ণিত অ্যাপস গুলোর মাধ্যমে খুব সহজেই আপনি অনলাইন থেকে ফ্রিতেই টাকা ইনকাম করতে পারবেন। নিচে যে সকল টাকা ইনকাম করার অ্যাপস বাংলাদেশ তুলে ধরা হয়েছে সেগুলো থেকে অনেকেই প্রতি মাসে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করে থাকে। চাইলে আপনিও নিম্ন বর্ণিত অ্যাপস গুলোর মাধ্যমে টাকা ইনকাম করতে  পারবেন। তাহলে চলুন  নিচে থেকে সেই অ্যাপসগুলো দেখে নেওয়া যাক।

Daraz Seller Income App:  দারাজ বাংলাদেশের সবচেয়ে বড় ই-কমার্স একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই আপনি টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনি নিজস্ব প্রোডাক্ট বিক্রি করতে চান তা পারবেন। আর যদি নিজের প্রোডাক্ট বিক্রি না করে দারাজ অ্যাপ থেকে ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনাকে  এফিলিয়েট মার্কেটিং করতে হবে। মোট কথা যদি আপনি  প্রকৃতপক্ষেই অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে দারাজ অ্যাপের মাধ্যমে খুব সহজেই তা ইনকাম করতে পারবেন।

Food Panda Rider App : বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় ডেলিভারি কোম্পানি হল ফুড পান্ডা। এই অ্যাপটির মাধ্যমে ফুটপাণ্ডার ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতে পারবেন। যদি আপনার একটি সাইকেল কিংবা বাইক থাকে তাহলেই আপনি ফুটপান্ডা রাইট অ্যাপ এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। বিশেষ করে যদি আপনি একজন শিক্ষার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে হাত খরচ যোগানোর জন্য পার্ট টাইম ফুডপান্ডা রাইডার হিসেবে কাজ করতে পারবেন।

ShopUp Reseller App: ShopUp Reseller App এর মাধ্যমে খুব সহজেই আপনি ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন। এই অ্যাপসটির মাধ্যমে রিসেলিং করে অনেকেই প্রচুর টাকা ইনকাম করছেন। এই অ্যাপটির সাহায্যে পুঁজি ছাড়াই খুব সহজেই প্রোডাক্ট বিক্রি করে  মুনাফা অর্জন করতে পারবেন। আশা করি আপনারা তাহলে বুঝতে পেরেছেন ফ্রিতে টাকা ইনকাম করার অ্যাপস গুলোর সম্পর্কে। আপনারা যদি ফ্রিতে টাকা ইনকাম করতে চান তাহলে উপরের দেওয়া অ্যাপস গুলো অবলম্বন করে টাকা ইনকাম করতে পারবেন।

Read More