ভিডিও দেখে টাকা ইনকাম করার উপায় – প্রতিদিন আয় করুযার ১০০০ টাকা

বর্তমান সময়ে ইন্টারনেট প্যাক গুলোর দাম সস্তা হয়ে যাওয়ার ফলে, লোকেরা ইন্টারনেটে প্রচুর সময় ভিডিও দেখে সময় কাটাচ্ছে। এখন এমনিতে নিজের মোবাইলে ভিডিও দেখে সময় নষ্ট করে আপনার তো কিছু লাভই হচ্ছে না। এক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন সেরা কয়েকটি ইনকাম করার অ্যাপস এবং সাইটগুলো যেগুলোতে ভিডিও দেখার সাথে সাথে কিছু টাকা ইনকামও করতে পারবেন। সে ক্ষেত্রে আপনার সময়ও কাটবে এবং পাশাপাশি কিছু টাকাও হাতে পাবেন। এই ভিডিও দেখার মাধ্যমে আপনি প্রচুর টাকা ইনকাম করতে না পারলেও আপনার হাত খরচের টাকা অবশ্যই বেরিয়ে আসবে। 

আজকে আমাদের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের জানাবো কিভাবে ভিডিও দেখে টাকা ইনকাম যায় করা যায়। বিশেষ করে বেকার যুবকদের জন্য এই অ্যাপ গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে পড়ালেখার পাশাপাশি এই অ্যাপগুলো দেখে টাকা ইনকাম করতে পারবেন। অনেকেই রয়েছেন ঘরে বসে যারা অনলাইনে পার্ট টাইম টাকা ইনকাম করার উপায় খুঁজেন। আপনিও যদি এদের মধ্যে একজন তাহলে এই আর্টিকেলটি আপনার কাছে অবশ্যই আসবে। তাহলে চলুন দেখে নেয়া যাক ভিডিও দেখে টাকা ইনকাম করার উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য।

ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপ গুলো

আমরা এখন নিচে এই প্রত্যেকটি নতুন মোবাইল অ্যাপগুলির বিষয়ে জানাবো যেগুলোতে ভিডিও দেখার মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক।

1. Taskbucks
2. Cointiply
3. Swagbucks App
4. Roz Dhan
5. InboxDollars Apps
6. Freecash: Earn Crypto
7. Appkarma
8. Viggle
9. App Tailers

চলুন এখন আমরা  এই তাহলে নিচে থেকে এই প্রত্যেকটি নতুন ইনকাম অ্যাপ গুলোর বিষয় বিস্তারিত জেনে নেই।
Taskbucks

Taskbucks এর মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ভিডিও দেখার মাধ্যমে ইনকাম করা সম্ভব। তবে কেবল ভিডিও দেখার মাধ্যমেই নয়, এখানে আপনি surveys, app installs, কুইজ খেলে ইত্যাদি বিভিন্ন উপায়ে অনলাইন উপার্জনের সুযোগ পাবেন। প্রত্যেকটি মাধ্যম ব্যবহার করে আপনি প্রতিদিন ৫০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। তাড়াতাড়ি ইনকাম করার জন্য আপনারা এর referral program ব্যবহার করতে পারবেন। এতে যখনই কোন ব্যক্তি আপনার দিয়ে দেওয়া রেফারেল লিংক এর সাহায্যে Taskbucks এ অংশগ্রহণ করবেন, প্রত্যেকবারই আপনাকে ২৫ টাকা করে দেয়া হবে। আপনি ইনকাম করা টাকা Paytm, বা সরাসরি mobile recharges এর মাধ্যমে তুলতে পারবেন।

Cointiply

এই অ্যাপ থেকে ইনকাম করার টাকা আপনি Litecoin, Doge, Desh, Bitcoin  হিসেবে তুলতে পারবেন। আর মিনিমাম  পে আউট হচ্ছে S3  । আপনি যদি ভিডিও দেখে বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সি গুলো ইনকাম করতে চাইছেন, তাহলে Cointiply App ব্যবহার করতে পারবেন। App- এর মধ্যে ভিডিও দেখা ছাড়াও গেম খেলে, বিজ্ঞাপন ক্লিক করে এবং সার্ভে সম্পূর্ণ করার মত নানান কাজগুলো করেও ইনকাম করতে পারবেন। আপনার একাউন্টে S3 জমা হয়ে গেলে আপনি আপনার ইনকাম করা টাকা স্ক্রিপ্টোকারেন্সি হিসেবে তুলে নিতে পারবেন।

Swagbucks App

Swagbucks-এর ওয়েবসাইটে সরাসরি গিয়েও আপনারা বিভিন্ন ছোট ছোট কাজগুলো করার মাধ্যমে এখান থেকে টাকা ইনকাম করে নিতে পারবেন। তবে যদি আপনি সরাসরি এর মোবাইল অ্যাপ ব্যবহার করতে চান, তাহলেও গুগল প্লে স্টোর টি এর অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের সিনেমা, ভিডিও এবং নিউজ গুলো দেখার বিপরীতে আপনাকে দেওয়া হবে SB Points যেগুলোকে Paypal gift card বা cash হিসেবে রিডিম করতে পারবেন। এছাড়াও Swagbucks-এর মধ্যে গেম খেলে, ইন্টারনেট ব্যবহার করে এবং অনলাইনে শপিং করেও টাকা ইনকাম করা সম্ভব।

Roz Dhan 

ভিডিও থেকে ইনকাম করার আরেকটি বিশ্বস্ত অ্যাপস হচ্ছে Roz Dhan । এই অ্যাপ্লিকেশন আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। এখানে গেম খেলা, পাজেল সম্পূর্ণ করে, সার্ভে সম্পূর্ণ করে ইত্যাদি নানা কাজগুলো করে ইনকাম করার সুযোগ পাবেন। এছাড়া একাউন্ট তৈরি করার পর এখানে আপনি ৫০ টাকা ওয়েলকাম বোনাস হিসাবে পেয়ে যাবেন। আবার প্রত্যেকদিন লগইন করার জন্য আপনাকে আলাদা ভাবে লগইন বোনাস দেয়া হবে। এখান থেকে ইনকাম করা টাকা আপনারা  Paytm এর দ্বারা রিডিম করতে পারবেন।

InboxDollars App

আপনারা এই অ্যাপ google প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিও দেখার সাথে সাথে প্রত্যেকদিন করা বিভিন্ন ছোট ছোট অনলাইন কাজ গুলো করে এখানে ইনকাম করা যাবে। এখানে ইমেইল করা, ভিডিও দেখা, সার্ভে সম্পূর্ণ করা গেম খেলা ইত্যাদি ছোট ছোট কাজগুলো আপনাকে করতে হবে। একবার আপনার একাউন্টে S30 এর ইনকাম জমা হয়ে গেলে আপনি চেক বা গিফট কার্ড এর দ্বারা নিজের ইনকাম করা টাকা রিডিম করতে পারবেন।

Freecash: Earn Crypyo

প্লে স্টোর থেকে সরাসরি ফ্রি ক্যাশ অ্যাপটি নিজের মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাপটি ওপেন করার পাশাপাশি আপনারা নিজের Task সিলেক্ট করে সেটাকে সম্পূর্ণ করতে হবে। টাকা ইনকাম করার জন্য লিস্টের মধ্যে থাকা বিভিন্ন  casual game গুলো খেলতে পারবেন বা উপলব্ধ সার্ভেগুলোকে সম্পূর্ণ করতে পারবেন। এছাড়া ভিডিও দেখার মত ছোট ছোট কাজগুলো আপনারা করতে পারবেন। আপনারা ইনকাম করার জন্য PayPal, Biccoin, gift cardsv ইত্যাদির মাধ্যমে তুলতে পারবেন।

Appkarma

Appkarma মূলত এমন একটি অ্যাপ যেখান থেকে অন্যান্য মোবাইল অ্যাপ এবং গেমগুলিকে ডাউনলোড করার মাধ্যমে টাকা ইনকাম করা সম্ভব। তবে ভিডিও দেখার মাধ্যমে ইনকাম করাও অপশন এখানে অবশ্যই থাকছে। ভিডিও গুলো খুঁজে পাওয়ার জন্য আপনাকে এদের অ্যাপ এর মধ্যে লগইন করে bonus section এর মধ্যে চলে যেতে হবে। এখানে আপনারা কিছু ভিডিও এড দেখতে পাবেন যেগুলো দেখার মাধ্যমে টাকা ইনকাম করার যাবে। ইনকাম করা টাকা PayPal এর মাধ্যমে তুলতে হলে আপনাকে মিনিমাম S3 ইনকাম করতে হবে। আপনি যে কোন দেশ থেকেই এই অ্যাপটি ব্যবহার করে টাকা ইনকাম করতে পারবেন।

Viggle 

Viggle এমন একটি অ্যাপ যেটা user দের টিভি দেখার জন্য টাকা দিয়ে থাকে। পয়েন্ট সংগ্রহ করার জন্য তাকে এই এয়ারটেল ব্যবহার করে বিভিন্ন মুভি এবং শো গুলিকে লাইভ টিভি হিসেবে দেখতে হবে। ইনকাম হওয়া পয়েন্ট গুলিকে আসল রিওয়ার্ড হিসেবে কনভার্ট করে সেগুলোকে রিডিম করতে পারবেন। Viggle app ওপেন করার পর সরাসরি আপনারা টিভি প্রোগ্রামগুলো দেখতে পাবেন। অ্যাপ্লিকেশনটি আপনারা google play store থেকে ডাউনলোড করতে পারবেন। আশা করি আপনারা তাহলে বুঝতে পেরেছেন ভিডিও দেখে কিভাবে টাকা ইনকাম করা যায়। এই অ্যাপ গুলো ব্যবহার করে আপনারা চাইলে টাকা ইনকাম করতে পারবেন। তবে প্রচুর টাকা ইনকাম করতে না পারলে অন্তত নিজের হাত খরচের টাকা চালাতে পারবেন।

App Tailers

অ্যাপ টেইলার এর মাধ্যমে আপনারা টাকা আয় করতে পারবেন। আপনারা বিভিন্ন অ্যাপ এ প্রবেশ করে দেখবেন যে অন্যান্য বিভিন্ন অ্যাপের এডভেটাইজমেন্ট দেখানো হয়। তাই বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে গিয়ে প্রয়োজনীয় মুহূর্তে আপনাকে যদি ভিডিও দেখানো হয় তাহলে আপনি বিরক্ত মনে করতে পারেন। তবে যদি আপনি প্রফেশনালি টাকা ইনকাম করতে চান তাহলে এই টেইলার একটি ডাউনলোড করে নিয়ে সেখান থেকে টাকা আয় করতে পারবেন। অ্যাপ টেইলারে আপনারা বিভিন্ন ধরনের অ্যাপস এর টেইলার বা ছোট ভিডিও ক্লিপ দেখতে পারবেন।

এ সকল অ্যাপসের ক্লিপ দেখে আপনারা ওই সকল অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তাই অ্যাপ টেইলার এর মাধ্যমে যে সকল ভিডিও দেখবেন ভিডিওর মাধ্যমে আপনারা পয়েন্ট অর্জন করতে পারবে। এবং এই পয়েন্টগুলো পরবর্তীতে রিডিম করতে পারবেন। এই ভিডিও দেখার পেমেন্ট আপনারা পেপালের মাধ্যমে নিতে পারবেন। টাকা ইনকাম করার জন্য আপনার উল্লেখিত বাধ্যগুলো ব্যবহার করুন এবং সেই সাথে বেশি বেশি টাকা ইনকাম করুন।

Clipclaps এর থেকে ভিডিও দেখে টাকা ইনকাম

Clipclaps এটি একটি জনপ্রিয় অ্যাপস যা tiktok অ্যাপ এর মত শর্ট ভিডিও তৈরীর অ্যাপ।এই অ্যাপের মাধ্যমে আপনার তৈরি করা ভিডিও ডাউনলোড করে টাকা উপার্জন করতে পারবেন এবং অন্যের ভিডিও দেখেও টাকা ইনকাম করতে পারবেন। উপরি উক্ত অ্যাপের মাধ্যমে টাকা আয় করতে চাইলে আপনাকে প্রথমে একটি ডাউনলোড করতে হবে। কারণ এই অ্যাপে এক দুই মিনিট সময় নিয়ে ভিডিও দেখলে তার বিনিময়ে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে আপনি কাজ করলে আরো অনেক সাইট থেকে অর্থ আয় করতে পারবেন।

যেমন-যদি আপনি Clipclaps অ্যাপসটি আপনার বন্ধুদের সাথে রেফার করেন সেই রেফারের মাধ্যমেও আপনি টাকা আয় করতে পারবেন। আপনাকে এখানে যে পরিমাণ টাকা উপার্জন করার সুযোগ দেওয়া হবে আপনি তা অল্প সময়ের মধ্যেই করতে পারবেন। এবং এখানে টাকার বদলে কয়েন দেওয়া হবে। আপনাকে যা ডলার হিসেবে কনভার্ট করার মাধ্যমে প্রদান করবে সেই ডলার আপনি আপনার বিকাশের মাধ্যমে বা PayPal একাউন্টের মাধ্যমে ট্রান্সফার করতে পারবেন। আশা করি আপনারা তাহলে বুঝতে পেরেছেন কিভাবে Clipclaps এর থেকে ভিডিও দেখে টাকা ইনকাম করা যায়।

Watch And Earn অ্যাপে ভিডিও দেখে টাকা আয়

যদি আপনি এই অ্যাপস এর মাধ্যমে টাকা ইনকাম করতে চান তবে সহজেই ভিডিও দেখে ইনকাম করতে পারবেন। তবে এটি একটি সত্যিকার অর্থে  বিশ্বাসী একটি অ্যাপস। বর্তমানে দেশের অনেক লোক এই এর ব্যবহার করে নিজের ঘরে বসে হাজার হাজার টাকা উপার্জন করা যাচ্ছে। বিশেষ করে বেকার যুবকদের জন্য এই কাজগুলো করা দরকার। কেননা তারা পড়ালেখার পাশাপাশি এই কাজগুলো করে তাদের হাত খরচ চালাতে পারবে। কেন আপনি তাহলে পিছিয়ে থাকবেন আপনি চাইলে আপনিও এই অ্যাপ ব্যবহার করে আয় করার সুযোগ পাবেন। এই অ্যাপের ভিডিও গুলো youtube-এর ফানি ভিডিও এর মত।

এখানে আপনি যত ভিডিও দেখবেন তত বেশি টাকা আয় করতে পারবেন। যদি আপনি দিনে প্রায় ১০০ টির অধিক ভিডিও দেখতে পারেন তবে প্রতিদিন এক হাজার টাকা করে আপনি ইনকাম করতে পারবেন। উপরিউক্ত ভিডিও গুলো একদম শর্ট ভিডিও যা দুই থেকে তিন মিনিট এর মত হয়ে থাকে। এই সময় গুলো আমরা নষ্ট না করে এই অ্যাপের মধ্যে কাজে লাগিয়ে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন শুধু ঘরে বসেই। আর এই অ্যাপে কাজ করে টাকা ইনকাম করবেন  এবং আপনি সেই টাকা Paypal একাউন্টের মাধ্যমে আপনার বিকাশ একাউন্টে ট্রান্সফার করতে পারবেন।

Vid Money অ্যাপস থেকে ভিডিও থেকে টাকা ইনকাম

আপনি যদি Vid Money এর থেকে ভিডিও থেকে টাকা ইনকাম করতে চায় তাহলে অবশ্যই আপনাকে এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। আপনি এই অ্যাপের মাধ্যমে ঘরে বসে ভিডিও দেখে এবং ভিডিও গুলো শেয়ার করে টাকা ইনকাম করতে পারবেন। আপনি এখানে ভিডিও দেখে এবং ভিডিও শেয়ার করে যে পরিমাণের কয়েন যোগ করতে পারবেন সেই কয়েন গুলো টাকাতে রূপান্তর করে আপনার বিকাশ একাউন্টে ট্রান্সফার করতে পারবেন। এই অ্যাপে আরও সহজ উপায়ে থাকা ইনকাম করার উপায় হল ভিডিও শেয়ার করে। যদি আপনি সোশ্যাল মিডিয়াতে যেমন টুইটার, ফেসবুক যাতে শেয়ার করেন তার বিনিময়ে আপনি কয়েন পাবেন। এবং সেই কয়েন টাকাতে রূপান্তর করে বিকাশে নিয়ে আসতে পারবেন।

ভিডিও দেখে টাকা আয় করার অ্যাপস বাংলাদেশ

গাইড ফর ভিডিও ইনকাম-গাইড হওয়ার ভিডিও মার্কেটিং এই বাংলাদেশি অ্যাপ গুলো ব্যবহার করে আপনি অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনি এই অ্যাপ গুলো ব্যবহার করেন তাহলে আপনি প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। উক্ত অ্যাপ এ অনেক দিক নির্দেশনা রয়েছে যা আপনি  স্মরণ করে ইউটিউব চ্যানেল তৈরি করে আয় করতে পারবেন। বর্তমানে বিশ্বের ৯৫% মানুষ ইউটিউব ভিডিও দেখে থাকে।

যদি আপনি ইউটিউব চ্যানেল তৈরি করে ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনি ভালো পরিমানের টাকা ইনকাম করতে পারবেন এবং ইনকাম করা সম্ভব। আশা করছি আপনারা তাহলে বুঝতে পেরেছেন কিভাবে ভিডিও দেখে টাকা ইনকাম করা যায়। যদি আপনার টাকা ইনকাম করার প্রতি আগ্রহ থাকে তাহলে আপনি এইসব অ্যাপ গুলো ব্যবহার করে ঘরে বসেই প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন।

Read More

মোবাইলে ফ্রি গেম খেলে টাকা ইনকাম করার উপায় ও কোন গেম খেলে কত উপার্জন হয়