কৃষ্ণচূড়া ফুল নিয়ে ক্যাপশন, উক্তি, স্ট্যাটাস, কবিতা ও ছন্দ

কৃষ্ণচূড়া ফুল মানুষের মধ্যে অন্যরকম এক ভালোবাসা জাগিয়ে তোলে। তাই অনেকেই এই কৃষ্ণচূড়া ফুল নিয়ে অনলাইনে অনুসন্ধান করেন বিভিন্ন রকমের উক্তি। তাই আজকের এই পোস্টে জানাবো কৃষ্ণচূড়া ফুল নিয়ে কিছু উক্তি, স্ট্যাটাস, কবিতা ও ছন্দ সম্পর্কে। ফুলের সৌন্দর্য সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। কেননা আমাদের বাংলাদেশ ফুলের জন্য অনেক বিখ্যাত। প্রাকৃতিকের সৌন্দর্যকে ফুটে তুলতে আরো সাহায্য করে কৃষ্ণচূড়া ফুল।

কৃষ্ণচূড়া ফুল প্রিয় মানুষকে উপহার স্বরূপ দিয়ে থাকে। এই ফুল চাইলে আপনি চুলের খোপায়ও বেঁধে রাখতে পারেন। কৃষ্ণচূড়া ফুলটি হয় লাল রঙের এবং গোলাকার একটু বড় আকৃতির। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বৃদ্ধি করে তুলেই কৃষ্ণচূড়া ফুল। তাহলে আর বেশি দেরি না করে চলুন নিচে থেকে দেখে নেওয়া  যাক কৃষ্ণচূড়া ফুল নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, কবিতা ও ছন্দ বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য।

কৃষ্ণচূড়া ফুল নিয়ে ক্যাপশন

1. যুদ্ধ শেষে আজ বাড়ি ফিরে দেখি নেই তুমি যে পাশে, ভেবেছিলাম তুমি থাকবে দাঁড়িয়ে, কৃষ্ণচূড়া ফুল হাতে তবে কি যুদ্ধে গেলাম তোমায় হারাতে।

2. কৃষ্ণচূড়া, আমি তো তোমার জন্য বর্ষণ হতে পারবো না। আমার গায়ে লাগবে কলঙ্ক। কদম যে আমারই জন্য অপেক্ষা করছে।

3. কৃষ্ণচূড়া আমার জীবনে বর্ষণ  হয়ে নামো। আমি তোমার জীবনের অন্যতম সেরা সময়টা হয়ে যাব।

4. শেষ বিকেলে না হয় কৃষ্ণচূড়া ফুল নিয়েই আমার কাছে এসো। তারপর চায়ের কাপের চুমুক দিতে দিতে পরবর্তী কথা হবে।

5. কৃষ্ণচূড়া জানো, বর্ষা! তুমি শুধু আমার কাছে নিজেকে পরিপূর্ণ করার একটা ঋতুই নও। তুমি তো আমার মনে বর্ষণকারী সেই হিরন্ময়ী মানবীয় ন্যায়, রূপের প্রেমে নয়; কথার প্রেমে পড়েছি।

6. কৃষ্ণচূড়া ফুল দেখলে আমি অবাক চোখে তাকিয়ে থাকি আর ভাবি, সৃষ্টি কর্তা  এত সৌন্দর্য মন্ডিতভাবে কিভাবে এই ফুল সৃষ্টি করলো।

7. যখন গাছে কৃষ্ণচূড়া ফুল ফোটে তখন সেই পরিবেশ যেন সৌন্দর্যের গহনা পড়ে। পরিবেশ তখন পরিপূর্ণ হয়ে ওঠে।

8. কৃষ্ণচূড়ার মত দেখতে তুমি অপরূপ সুন্দরী। তোমায় দেখলে আমার মন উৎফুল্লতায় ভরে যায়।

9. কৃষ্ণচূড়া ফুলের সাথে আমি এমন মায়ার বন্ধনে জড়িয়ে গিয়েছে, সেইখান থেকে বের হওয়া আমার পক্ষে সম্ভব না।

10. কৃষ্ণচূড়া ফুল এমন একটি ফুল যা মানুষকে প্রেমে পড়তে বাধ্য করে। যেমন আমি নিজেই কৃষ্ণচূড়ার প্রেমে আসক্ত হয়ে পড়েছি।

কৃষ্ণচূড়া ফুল নিয়ে স্ট্যাটাস

11. সেই কবেই কৃষ্ণচূড়া ফুল আমার বইয়ের পাতায় গুঁজে রেখেছি, এতদিন শুকিয়ে গেছে পাপড়ি। তবুও তুমি এলে না।

12. কৃষ্ণচূড়া ফুলকে নিয়ে রচিত হয়েছিল হাজারো কাব্য, হাজার রচনা, আজও তা অবিরত, সেগুলো এখন প্রকাশ হবার অপেক্ষায়।

13. কৃষ্ণচূড়া ফুলের লাল রং ছুঁয়ে দেয় কবিতা আর কল্পনাকে। সে কবিতা আর কল্পনা ছুঁয়ে দেয় আমার স্বপ্নকে। আমার স্বপ্ন ছুঁয়ে দেয় তোমাকে। আর তুমি ছুয়ে দাও আমাকে।

14. তুমি আসবে বলে কৃষ্ণচূড়া দিয়ে সাজিয়েছি আমার বেলকনি। আমার বারান্দা আর আমাদের সেই বেঞ্চি, সেই বেঞ্চিতে বসে আমরা প্রতিদিন কবিতা পাঠ করতাম।

15. কৃষ্ণচূড়া যেমন তার পাতার মাঝে সবচেয়ে বেশি আরাম বোধ করে, তেমনি আমি তোমার সাথে থাকলে সবচেয়ে আরম বোধ করি।

16. আমার সকল অঙ্গ জুড়ে ছড়িয়ে রয়েছে কৃষ্ণচূড়া ফুল, সেই কৃষ্ণচূড়া ফুল আমাকে সারাদিন মোহিত করে তোলে।

17. আমি চাই তুমি আমার জন্য নিয়ম করে চিঠি লেখ। সেই চিঠি জুড়ে শুধু কৃষ্ণচূড়া ফুলের নাম থাকুক।

18. কৃষ্ণচূড়া ফুল তোমার মধ্যে কি এমন জাদুকরি ক্ষমতা আছে বলতে পারো! যার জন্য সবাই তোমাকে নিয়ে এত পাগল।

19. কৃষ্ণচূড়া ফুল তুমি কবে ফুটবে! তোমাকে নিয়ে কবিতা লিখতে বলে হাজারো কবি বসে আছে নদীর ধারে। তাদের কলমের কালি যে শুকিয়ে যাচ্ছে তাদের দিন যে এমনই যাচ্ছে গড়িয়ে।

20. কৃষ্ণচূড়া ফুলের মায়ার জালে আমি জড়িয়ে গিয়েছি, সে মায়া কেটে বের হওয়া অসম্ভব দূরূহ ব্যাপার।

কৃষ্ণচূড়া ফুল নিয়ে উক্তি

21.  এক গোছা রোদ নামে, ভালোবাসা চিনে ফেলে ঘর। আড়ালের হাত চিঠি  ঘুরে আসে ব্যস্ত অলিগলি। কাঁপা ঠোঁটে বসন্তকে চুমু দেয় আমার শহর, সমস্ত প্রেমিকাদের তাই কৃষ্ণচূড়া হয়ে যেতে বলি।

22. কৃষ্ণচূড়া হলো এমন একটি ফুল যেখানে জন্মায় সে জায়গার স্বভাব বৃদ্ধি করে। আমাদের হয়ে উঠতে হবে কৃষ্ণচূড়া ফুলের মত। জন্ম যেখানেই হোক না কেন আশেপাশের সৌন্দর্য বৃদ্ধি করতে হবে।

23. বিকেল বেলায় কৃষ্ণচূড়ার তলায় তোমার সঙ্গে বসে উপভোগ করতে চাই পড়ন্ত বিকেলের কুসুম আকাশের রং। সেই কৃষ্ণচূড়ার লাল লাল ফুল যেন আমাকে মুগ্ধ করে দেয়। কৃষ্ণচূড়া রূপের থেকেও তোমাকে বেশি সুন্দর দেখায়। কৃষ্ণচূড়ার লাল রঙ তোমার মাথার চুলের শুভবুদ্ধি করে। আমি আজও সেই কৃষ্ণচূড়ার নিচে তোমার সঙ্গে বসে সেই পুরনো দিনের মুহূর্তগুলো উপভোগ করতে চাই।

24. লাল থোকা ধোকা কৃষ্ণচূড়া ফুল। ফুল সবাই ভালবাসে কিন্তু কৃষ্ণচূড়া ফুলের এমন একটি বৈশিষ্ট্য যে এই ফুলকে কেউ স্পর্শ করতে পারে না। কিন্তু এই  ফুলের আকর্ষণে সবাই ছুটে আসে কৃষ্ণচূড়া গাছের নিচে।

25. যদি আমি হতে পারতাম সেই কৃষ্ণচূড়া মত অপরূপ সুন্দরী। উঁচু ডালে বসে কৃষ্ণচূড়া নিজের সৌন্দর্য প্রকাশ করে। কেউ তাকে স্পর্শ করতে পারে না। সে আপনার আপনি মানুষকে আনন্দ দিতে মাটিতে ঝরে পড়ে।

26. কৃষ্ণচূড়া ফুলের উপর দিয়ে সূর্য যখন উঁকি মারে আকাশে, তখন যেন সে দৃশ্য আর কোথাও খুঁজে পাবে নাকো এই পৃথিবীতে।

27. মনটা খুব খারাপ থাকলে একবার গিয়ে কৃষ্ণচূড়ার দিকে তাকিয়ে থাকো, দেখবে মনটা এমনই ভালো হয়ে যাবে।

28. কৃষ্ণচূড়ার মতো দেখতে তুমি অপরূপ সুন্দরী। তোমায় দেখলে আমার মন গ্রাস হয়ে যায়।

29. রক্তের মত লাল টুকটুকে কৃষ্ণচূড়া দেখতে কত সুন্দর! এ কারণেই সবার মন কেড়ে নেয়।

30. যদি কখনো খুব কষ্ট পেয়ে থাকো তাহলে একবার ঘুরে এসো গিয়ে কৃষ্ণচূড়া ফুলের পাশ দিয়ে।

কৃষ্ণচূড়া ফুল নিয়ে রোমান্টিক ক্যাপশন

31. রামকৃষ্ণ তোরা ফুলকে খুব ভালোবাসি, কেননা কৃষ্ণচূড়ার মাঝে আমি তোমাকে খুঁজে পাই।

32. কৃষ্ণচূড়া ফুলের প্রেমে পড়ে আমি যেন আজ অন্য জগতে এসে সব গেছে আজ হারিয়ে।

33.  গ্রীষ্মের সকালে যেন হালকা শিশির ভেজা কুয়াশায় কৃষ্ণচূড়া ফুলের অপেক্ষায় কেটে যায় সারা সকাল বেলা।

34. বিকেল বেলায় খেলার মাঠে কৃষ্ণ চূড়ার দেখা, সেখান থেকেই শুরু হয়েছে প্রেম নামক এক জ্বালা।

35. রাস্তার পাশে যখন থেকে কৃষ্ণচূড়ার গাছ দেখি, তখন যেন তোমার সেই পুরনো স্মৃতি আমাকে হাসিয়ে যায়।

36. কৃষ্ণচূড়াতে এই গাছটি শুধুসৌন্দর্যের দিক দিয়ে নয়, গাছটি অনেক জায়গা জুড়ে ছায়া দিয়েও থাকে।

37. কৃষ্ণচূড়ার লালে লাল ছড়িয়ে আছ তুমি,  তাইতো কৃষ্ণচূড়া ফুল আমার এতো প্রিয়।

38. তুমি কি পারবে আমায় কৃষ্ণচূড়া ফুল দিয়ে হাঁটু গেড়ে বসে প্রপোজ করতে!

39. আমি চাই কৃষ্ণচূড়া ফুলের বৃষ্টি নামুক, আর সেই বৃষ্টিতে ভিজবো তুমি আর আমি দুজন মিলে।

40. তুমি তো ভাগ্যবতী যে, সৃষ্টিকর্তা তোমাকে  কৃষ্ণচূড়া ফুলের মত সৌন্দর্য দান করেছেন।

কৃষ্ণচূড়া ফুল নিয়ে মেসেজ

41. কৃষ্ণচূড়া তুমি ফুটবে কবে, তোমাকে নিয়ে যে আমি হাজারো কবিতা লিখতে চাই।

42. ফুলের রাজা গোলাপ হতে পারে, কিন্তু ফুলের রানী হলো কৃষ্ণচূড়া ।

43. সকাল বেলার সেই কৃষ্ণচূড়া ফুলের গন্ধ যেন প্রকৃতির বাতাসের সাথে ঘুরে বেড়ায় ।

44. প্রতি রাতে আমি স্বপ্নে দেখি কৃষ্ণচূড়া ফুলের বৃষ্টিতে তুমি আর আমি ভিজে একাকার হয়ে গেছি।

45. কৃষ্ণচূড়া তুমি কেন এত সুন্দর! তোমার দিকে তাকিয়ে থাকলে মনে হয় যে আমি নিজেকে কোথাও যেন হারিয়ে ফেলেছি।

46. আমি কৃষ্ণচূড়া ফুল দিয়ে তোমার ওই মাথায় খোপা বেঁধে দেব, বসন্তের ওই কালে গো সখি।

47. আমি হেরে গেছি কৃষ্ণচূড়া ফুলের কাছে, কারণ আমি তার মায়া জালে আটকে গেছি।

48. কৃষ্ণচূড়ার সঙ্গে থাকা সেই সৌন্দর্য যেন পবিত্র করে দেয় এই দেহ খানা।

49. শুধু একবার কৃষ্ণচূড়ার প্রেমে পড়ে দেখো তুমি আর তাকে ভুলবে না কোনদিন।

50. কৃষ্ণচূড়া তুমি ফুটবে বলে প্রকৃতি তোমার জন্য অপরূপ সাজিয়ে সেজে আছে।

কৃষ্ণচূড়া ফুল নিয়ে বাণী

51. কৃষ্ণচূড়ার গন্ধে মাতোয়ার আমি তাই তো দিন তারিখ সবকিছুর হিসাব গুলিয়ে যায় আমার।

52. যখন আমি কৃষ্ণচূড়াতে হাত বুলাই তখন আমার মনে হয় আমি যেন তোমাকে বুলাচ্ছি।

53.  কৃষ্ণচূড়া ফুল সামনে দেখলে মনে হয় যেন তার দিকে সারাক্ষণ তাকিয়েই    থাকি।

54. কৃষ্ণচূড়ার আবেগে স্নান হয়ে ধরা দিও আমার কাছে, আমি তখন তোমায় ফিরিয়ে দেব না।

55. কৃষ্ণচূড়ার মত সুন্দর হে তুমি! এত সুন্দর করে গড়েছে তোমায় সৃষ্টি কর্তা।

56. পাঁচ পাপড়ি বিশিষ্ট অপরূপ সৌন্দর্য এই কৃষ্ণচূড়ার। ফুলের চার পাপড়ি লাল এবং একটি পাপড়িতে হলুদের উপর লাল রঙের ছিটা ফোটা এক অপরূপ সৃষ্টিকর্তার।

57.ঝরে পড়ে কৃষ্ণচূড়া শুকনো লাল পাপড়ি স্মৃতির অপকটে ভেসে আসা পুরনো সেই দিনগুলি।

58. কৃষ্ণচূড়ার লালিমা ছড়িয়ে জানাই তোমায় শুভ সকাল, তোমার সকাল সুন্দর কাটুক।

59.  অবুঝ চিঠির খামে খামখেয়ালী ছায়া, আবিরের রঙে লুটোপুটি বসন্তের সুর, কৃষ্ণচূড়ায় প্রেম বুনছে মন বেহায়া, ছন্দের প্রণালীতে মুখরিত ব্যস্ত নূপুর।

60. নন্দন কাননে বন্ধন মুক্ত কৃষ্ণের বাঁশি, সখীদের হৃদয়ে রং বাহারি শাসন, চোখের কাজলে দুলছে অনুরাগের দাসী, ঝরো পাতায় নাচছে কুহর বাহন।

61. মৃত শহরে বিষাক্ত প্রহরে, ভালোবাসা আমার দুঃস্বপ্নই লাগে। কৃষ্ণচূড়ার ওই    লালভ ললাট রোজ তোমার স্মৃতিতে জাগে।

62. কৃষ্ণচূড়া উপহার দিয়ে প্রিয় তোমাকে জানিয়ে দিন বসন্ত এসে গেছে।

কৃষ্ণচূড়া ফুল নিয়ে কবিতা

কৃষ্ণচূড়ার রঙ মাখা, সুরুজের আলো,

তোমার মুখের হাসি, হৃদয়ে মন ভরে ফুল।

মধুর স্মৃতির সাথে, যে দিন আমরা মিল,

আমাদের প্রেমের গল্প, নানা রঙে সুরু।

তোমার চোখের আলো, মনের অন্ধকার ভাঙ্গে,

প্রেমের মাধুর্যে, সব মেঘের ছায়া গেলে।

সাথে থাকা যদি, সবুজ পাহাড় একা,

তোমার সুরবর্ণ মুখ, দিবস প্রকাশে ফুলে।

কৃষ্ণচূড়া ফুলের সুন্দর রং ও মধুর গন্ধ,

তোমার মধুর স্মৃতি, আমার সবচেয়ে প্রিয়।

তোমার সঙ্গে সব দিন, হৃদয় ভরে জীবন,

কৃষ্ণচূড়ার রঙে, প্রেম আঁকা পৃথিবী ফুলে।

কৃষ্ণচূড়া ফুলের রঙ, মধুর মন ভরা,

তোমার মুখের হাসি, দূরে দূরে ছড়া।

ফুলের গন্ধ আমার, মনে বাস করে,

তোমার সঙ্গে থাকা, চাই আমি সর্বদা।

সুরের গল্প, বলে সময় কাটা,

মনে মনে আমি, গুণগান গাই সদা।

তোমার সঙ্গে হলে, সব বিপন্ন ভুলে,

কৃষ্ণচূড়া ফুলে, প্রেম হোক সুখে।

কৃষ্ণচূড়া ফুল, মুখে মৃদু হাসি,

প্রেমের মাধুর্য, কিছু ভুল নাশি।

তোমার সুন্দর আঁখি, হৃদয় ভরে রেখে,

আমার সম্পর্ক, তোমার সাথে জড়ে।

ফুলের গন্ধ ছুঁয়ে, সুরুজের আলো,

তোমার মুখের মৃদু হাসি, আমার স্বপ্ন বাঁধে ভরে তালো।

কৃষ্ণচূড়া ফুল সুন্দর রঙের সাথে,

প্রেম প্রকাশ করে, প্রত্যেকের মনে।

কৃষ্ণচূড়ার নয়নে অমৃত সীতা,

প্রেমে ডুবে যায় তার চিতা।

বাজায় বাঁশী মৃদুল ধ্বনি,

মনে করে অদৃশ্য এ বুবনি।

গোপীরা তার মধুর বাণী,

পায়ে গম্ভীর সুখের স্রোতস্রাবণী।

প্রেমে ভরে তার কাজলের মাতা,

দেখে মৃদুল তার মুখের হাসির রাত্রি।

মৃদুলতা ছুঁয়ে যায় তার বহুধারা,

সকল বিষয় হয় তার দিনের সারা।

কৃষ্ণচূড়ার প্রেমে মগ্ন সীতা,

পায় আনন্দের অতীত অতীতা।

আমার জীবনের একটি সুন্দর চূড়া,

মনে মনে তুমি হয়ে গেছে প্রাণের পরা।

তোমার সুন্দর প্রতিমা জানায়,

প্রেমের ছোঁয়া হৃদয়ে হারানোর পথে।

আমার চোখে তোমার রঙের খেলা,

মনের মধ্যে তোমার ছবি মেলা।

প্রেমের গানে হারানো মন আমার,

তোমার কাছে নেই কোনো প্রতিধ্বনি আর।

কৃষ্ণচূড়া ফুলের সুন্দর মুক্তিময় রঙ,

তোমার সঙ্গে পূর্ণিমার রাতে আলোর স্বপ্ন।

কৃষ্ণচূড়া ফুল, তোমার মধুর রঙ,

প্রেমের গান বাজায়, মন করে স্বপ্ন।

তোমার প্রতি আমার ভালোবাসা অসীম,

সুরের মধুর স্পর্শ করে মনে মন।

প্রেমের ছোঁয়া বৃষ্টি বুকে পড়ে,

কৃষ্ণচূড়া ফুলের মধুর স্বাদ লুকানো প্রাণে।

তোমার সঙ্গে বন্ধন মনের কোণে,

প্রেমের গান গাই সবুজ বাতাসে।

কৃষ্ণচূড়া ফুলের মধ্যে লুকিয়ে রয়েছে,

প্রেমের গানের মধুর অনুভূতি সব সময়।

কৃষ্ণচূড়া ফুল নিয়ে ছন্দ

এই প্রিয় নয়নচরা, মধুর সুখের বাণী,

তোমার নামে ভরা আমার মনের প্রেমলী।

তোমার চোখে আলো, মুখে মৃদুতা অপার,

তোমার সঙ্গে যাওয়ার ইচ্ছা জল্পনা মোর।

কৃষ্ণচূড়া আমার, তুমি মোর অন্তর,

তোমার বাজে বাঁশি, আমার সুখের সন্ধান।

তোমার প্রেমে ডুবে, মন হয় সুখে ভরা,

তুমি আমার সব, হে কৃষ্ণচূড়া।

কৃষ্ণচূড়া ফুলের প্রেমকাহিনী,

তোমার মধুর রঙে মন ভরিয়া ধরিয়া।

প্রতিবার নতুন হয় তোমার আকৃতি,

মনে আনে সুখ ও প্রেমের সুধার ছটি।

তোমার বন্ধনে সঙ্গী হয় ফুলগুলি,

প্রেমে গভীর হয় তারা মধুর নামগুলি।

তোমার সুন্দর চারুচিত্র আকৃতি,

মনে ভরে সুখের মিতি বাঁধা প্রেমগুলি।

কৃষ্ণচূড়া নয়নে রঙের মধুময় ছবি,

তার প্রেমে মন ভরে সুখের দশা ধরি।

মৃদুল হাসি, মাথার শিশির মাথা,

প্রেমে ডুবে যায় তার রহস্যময় দৃষ্টির পাথা।

বাঁশীর মধুর সুর, মনে করে অন্তর,

কৃষ্ণচূড়ার প্রেমে ভরে সবুজের রঙে বিস্তার।

কৃষ্ণচূড়া নিয়ে সৃষ্টি মহান,

তার প্রেমে ডুবে মন, পায় আনন্দের উচ্ছ্বাসন।

কৃষ্ণচূড়া ফুলের সুন্দর রঙে

প্রেমের ছোঁয়া ছড়ায় মধুর গান।

তার পাতার কোমলতা জানায়

প্রেমের মিষ্টি সুখের ভান।

প্রেমের প্রতিফলন তার মধ্যে

ছোঁয়া ঢাকে সুন্দর রঙের ঢেউ।

স্বপ্নের বাতাসে খুঁজে পায়

প্রেমের রহস্যময় সম্প্রদায়।

তার মাঝে মুক্তিময় অসীম স্বাধীনতা,

প্রেমের বাঁধন ছিঁড়ে দেয় বিচ্ছেদ।

কৃষ্ণচূড়া ফুলের প্রতিবিম্বনে

মনে মনে লুকায় সকল শুভ প্রেমের নাম।

কৃষ্ণচূড়া ফুলের মধ্যে প্রেমের ছোঁয়া ঢাকা,

সুরের মধুর গান ভরে তার প্রতিধ্বনির স্পর্শে মাঝে মাঝে হারানো স্মৃতির পথে।

কৃষ্ণচূড়া ফুলের রঙে মুছে যায় শীতের রুটী ব্যাথা,

প্রেমের কাহিনী লুকিয়ে রয়ে গেছে তার পাতার খোলা পাতায়।

মনে মনে করুণ হৃদয়ে ধরা রয়েছে প্রেমের অসীম সুখ,

কৃষ্ণচূড়া ফুল তোমার মুখের হাসির প্রতিবিম্বন।

প্রেমের ছোঁয়া ফুলের পাতার মতন নাস্তিকের আত্মা মোর,

তোমার সঙ্গে পূর্ণিমার রাতে রয়েছে অন্ধকারের মাঝে আলোর কান্না।

কৃষ্ণচূড়া ফুলের মধ্যে লুকিয়ে রয়েছে

এক অদ্ভুত প্রেমের গল্প, মনে মনে।

সূর্যের আলোয় রঙে রঙে ছড়ায়,

তার সুন্দরতা অদৃশ্য, মানুষ জানে না যায়।