ব্যর্থ প্রেম নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, বাণী, কবিতা ও ছন্দ

আজকাল এই যান্ত্রিক শহরে ব্যর্থ প্রেমিক, প্রেমিকাদের আনাগোনা বেড়েই চলেছে, বেড়ে চলেছে তাদের অভিমান এবং অভিযোগ। তবে এই অভিযোগ ভালোবাসা কিংবা না পাওয়ার জন্য নয়; এই অভিযোগ প্রেম নিয়ে খেলা করার। প্রয়োজন ফুরিয়ে গেলে প্রেমিক প্রেমিকার অনুভূতিগুলো কেন খেলনার মত ছুড়ে ফেলে দেওয়া হয়। এই শহরে সব কিছুর বিচার হলেও, প্রেম আর মন নিয়ে খেলা করার বিচার হয় না। দিনশেষে ব্যর্থ প্রেমিক-প্রেমিকারা মন ভাঙার বিচার না পেয়েও বেঁচে থাকার প্রয়াস চালিয়ে যায়।

আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে আপনাদের বন্ধু-বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক ব্যর্থ প্রেম নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, বাণী, কবিতা ও ছন্দ।

ব্যর্থ প্রেম নিয়ে উক্তি

1. প্রেমে ব্যর্থ হওয়ার পরেও যা কিছু থেকে যায় তা হল বুক ভরা একজনের ফিরে যাওয়ার আশা আর অন্যজনের সারা শরীর জুড়ে শুধু অহংকার।

2.নিজের মনটাকে নিয়ে আজ আমি খুবই গর্বিত কারণ হাজার বার মনটা ভেঙে যাওয়ার পরেও এখনো আমি কিভাবে যেন ঠিকঠাকভাবে কাজ করে যাচ্ছি।

3. আমায় সে তো ছেড়ে যাওয়ার সময় এক টুকরো আমার হৃদয় নিয়ে চলে গেছে। সব লোকই বলে প্রেম নাকি ব্যর্থ হয়ে গেছে, তবে তাদেরকে আমি বলি আমি ব্যর্থ নয়; সেই ব্যর্থ।

4. এই জীবনে আমার সবচেয়ে দুঃখের একটা জিনিস হল এই যে আমি তাকে অনেক ভালোবাসি, কেননা আমার মন তো জানে আমার ভালোবাসার বিনিময়ে তুমি আমাকে ভালবাসতে পারবে না।

5. ধোকা দেওয়ার বিষয় প্রেম নয়, প্রেম হচ্ছে স্বর্গীয় একটি বিষয়।

6. তুমিও আমাকে একটা সময় নিজের চোখে হারাবে, যেমনটা আজ তোমায় আমি হারিয়ে ফেলেছি।

7. কোন ভুল ব্যক্তির সাথে চলাফেরা বা জীবনসঙ্গী হিসেবে থাকার চেয়ে একা থাকাই অনেক ভালো।

8. কখনও প্রেম বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের মান সম্মান একদম পরিত্যাগ করে দিও না।

9. একটা মানুষের মন ভেঙে ফেলা খুবই সহজ কিন্তু সেই মন জোড়া লাগানো আবার খুবই কঠিন।

10. উপন্যাসের পাতায় ব্যর্থ প্রেমের কত গল্প লেখা থাকে! পরিণতি বেদনার হলেও, ব্যর্থ প্রেম এই প্রেমের শহরে জনপ্রিয় একটা তালিকায়।

ব্যর্থ প্রেম নিয়ে স্ট্যাটাস

11. নিজেদের আমরা যতটাই পূর্ণবয়স্ক মানসিকতা সম্পন্ন হিসেবে দেখানোর চেষ্টা করি না কেন, ব্যর্থ প্রেম হওয়ার পর সবাই আমরা কেমন যেন বাচ্চাদের মত হয়ে যাই।

12. প্রেম স্বর্গের মত ঠিকই অনুভূতি হয়, কিন্তু তা যখন ব্যর্থ হয়ে যায় ঠিক তখনই নরকের চাইতেও বেশি পীড়া দিয়ে থাকে।

13. আমরা কখনোই মহাকর্ষ অভিকর্ষকে ভালোবাসার পতনের জন্য দায়ী করতে পারি না।

14. শুধু একে অপরকে ভালোবাসার জন্য কিছু কিছু মানুষ প্রস্তুত হয়ে থাকে, কিন্তু পরবর্তীতে সহজে একসাথে থাকার জন্য তৈরি হতে পারে না।

15. বিরহের জ্বালা বুকে বেঁধে ব্যর্থ প্রেম আমার নীরবে কাঁদে, নতুন করে বাঁচার স্বপ্ন নিয়ে দুঃখের সাগরে ডুবে ভেসে উঠি, কানাঘুষো করে হাজার কথা নিয়ে মুচকি হাসে নিন্দুকের দল, আমার অতৃপ্ত আত্মাকে কুরে কুরে খায় বিদ্রুপের হাসি, প্রতিনিয়ত আমাকে বিধ্বস্ত করে এলোপাথাড়ি ভাবনা, আমায় প্রতিটি শিরায়, আমার প্রতিটি কোষে বহে ব্যর্থ প্রেমের এক জ্বালা যন্ত্রণা।

16. হেসে হেসে আমি সকল ব্যথা যন্ত্রণা সয়ে নিয়েছি, মঞ্চ গড়েছি ব্যর্থ প্রেমের কবিতার। তোমার তরে এই আমিটা করেছি সব শেষ, এইতো আমি আছি বিরহী মনের ছন্দ নিয়ে বেশ।

17. যে থাকার সে তোমার জীবনে এমনিতেই থেকে যাবে, আর যে না থাকা তাকে তার হাজার থাকার চেষ্টা করলেও সে তোমার থাকবে না।

18. ব্যর্থ প্রেম বলতে এই পৃথিবীতে কিছুই নেই। আপনার একটা সার্থকতা আর যে এটা বুঝতে পারল না সেই হলো প্রকৃত একজন ব্যার্থ মানুষ।

19. সবচেয়ে কঠিন একটা জিনিস কি জানেন! কালকে রাতে যা কিছু ভুলে গিয়েছিলাম মনে করতে করতে তা আবার ঘুম থেকে উঠা।

20. পৃথিবীতে স্বর্গের রূপ দেয় প্রেমের সফলতা! প্রেমের ব্যর্থতা ঠিক তেমনি মানুষের জীবনকে একদম ধ্বংস করে দেয়।

ব্যর্থ প্রেম নিয়ে ক্যাপশন

21. মানুষকে প্রেম শান্তিতে থাকতে দেয় এটা ঠিক কিন্তু স্বস্তি দেয় না।

22. ভালোবাসা যা দেয় তার চেয়ে কিন্তু বেশি আবার কেড়েও নেয়।

23. যদি প্রেম করতে চাও তাহলে করতে পারো কোন বাধা নেই, কিন্তু তার আগে একটা কথা শুনে রাখো প্রেম করার আগে নিজেকে আগে গড়ে তোল, তাহলে দেখবে তোমার পেছনে হাজার হাজার মেয়ে ঘুরছে।

24. ভালোবাসা তো হল সেটাই, যা শেষ হয়ে যাওয়ার পরেও একে ওপরে মুখোমুখি হয়ে বসে থাকা।

25. প্রচন্ডভাবে কাউকে ভালোবাসার মধ্যে কেমন জানি এক ধরনের দুর্বলতা থাকে। তখন নিজেকে সামান্য এবং তুচ্ছ মনে হয়, নিজেকে এই ব্যাপারটা একদম ছোট করে দেয়।

26. কোন পুরুষ যখন কোন নারীকে মন থেকে ভালোবাসে তখন সেই নারীর জন্য ওই পুরুষটা সবকিছু করতে পারে। কিন্তু তাকে ভালোবেসে যেতে পারে না।

27. প্রেমে পড়লে বোকা মানুষটিও একটা সময় চালাক হয়ে যায়, আবার বুদ্ধিমান লোকও বোকা হয়ে যায়।

28. কারো জীবনের জন্য কেউ অপরিহার্য না। যতদিন তুমি এই সহজ কথাটা না বুঝতে পারবে ভালো থাকতে পারবে না তুমি ঠিক ততদিন।

29. পছন্দের মুখটাও সময়ের সাথে সাথে একটা সময় অপছন্দ হয়ে যায়, প্রিয় মানুষটাও সময়ের সাথে সাথে অপ্রিয় হয়ে যায়।

30. খুবই কষ্ট লাগে প্রিয়! আমি তোমাকে কেমন ভালোবাসলাম যে তোমার ভালো খারাপ আমি মানতে পারলাম না।

ব্যর্থ প্রেম নিয়ে বাণী

31. আমাদের জীবনে ব্যর্থ প্রেম দিয়ে যায় বুক ভরা বেদনা আর চোখ ভরা অশ্রু।

32. প্রেম ততখানি ব্যর্থ হয়ে যায়, আমরা যখন একে অপরকে ভালবাসতে ব্যর্থ হয়ে পড়ি।

33. যদি তুমি নিরবে একটি মানুষকে ভালোবেসে ফেলো তাহলে প্রেমে পরিণত হওয়ার আগেই সবাইকে বলে দাও, তা না হলে তুমি শক্ত হাতে ধরতে পারবে না।

34. জীবনে প্রেম ভালোবাসা আসতেই পারে কিন্তু তোমাকে সেটা রক্ষা করতে হবে।

35. প্রেম হল একটি জ্বলন্ত সিগারেটের মতো, শুরুতে যার আগুন এবং এর শেষ পরিণতি হল ছাই।

36. অন্যের কাছ থেকেই ভালোবাসা পাওয়ার চাইতে, আমি মনে করি ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ।

37. যখন ভালোবাসা অবদমিত হয়, ঘৃণা তখন জায়গা দখল করে।

38. বিশ্বাস করুন আমাকে, নেতা হতে আমি আসি নাই, কবি হতে আমি আসিনি, আমি এসেছিলাম প্রেম পেতে, কিন্তু সে প্রেম তো পেলাম না বলে এই প্রেমহীন নিরস পৃথিবীতে থেকে আমি নিরব অভিমানে চিরদিনের জন্য একেবারে বিদায় নিলাম।

39. প্রেমের ব্যাপারে যদি কেউ জয়ী হতে চাও, তাহলে সেক্ষেত্রে জয়ী হওয়ার একমাত্র অস্ত্র হলো পলায়ন করা।

40. প্রিয় মানুষকে ছাড়া বেঁচে থাকাটা হয়তো এই পৃথিবীতে কষ্টকর কিন্তু অসম্ভব বলে কিছুই না। জীবন কারো জন্য কারো থেমে থাকে না, জীবন জীবনের মতই চলতে থাকবে।

ব্যর্থ প্রেম নিয়ে কবিতা

প্রেমের গলিয়ে আসলে অচেনা যত্ন,
ভাঙা স্বপ্নের খোঁজে অস্থায়ী মহাকাব্য।
ব্যর্থ প্রেমের দর্দ বৃদ্ধি পেয়ে আসে,
মনের ভালোবাসা কেবল একটি কথা নয়।

আশা থেমে যায় আকাশের আবহাওয়া,
অপেক্ষা করা ফুলের মত কাটে দিন দিন।
সময়ের সাথে তাড়াতাড়ি সব কিছু পরিবর্তন,
ব্যর্থ প্রেমের খেয়ালে হয় দুঃখে আবদ্ধ।

কিছু প্রেমের গল্প শেষ হয়ে যায় অচেনা,
বুকের ভেতর ক্ষণিক সুখের জ্বলনা অবলম্বন।
তবুও মনে থাকে সে মিষ্টি স্মৃতির ছায়া,
ব্যর্থ প্রেমের গল্প কখনো ভুলবা না।

প্রেমের বিচরণ অসম্ভব এক প্রয়াস,
ব্যর্থ হলেও তাকে স্বীকার করা প্রয়োজন।
কারণ প্রেম সব সময় জয়ী হয় না,
ব্যর্থ প্রেমেও পাওয়া যায় অমূল্য শিক্ষা।

আবেগে উৎকৃষ্ট, আকাশ ভরা সেই দিন,
আমরা মিলেছিলাম একটি স্বপ্নের ছিলা।
আমাদের চোখে সৃষ্টি হয়েছিল আবেগের মেলা,
কোনটি সত্যি, কোনটি বাস্তব, আমি বুঝিনা।

প্রেমের মধ্যে আমরা ডুবে গেলাম মাত্র,
চিন্তা, আশা, স্বপ্ন সব আমাদের চেয়ে বড়।
কিন্তু সব ভাবনা ছিল কেবল মায়া,
আসলে বৃথা ছিল আমাদের আবেগের প্রয়াস।

আজও মনে পড়ে তার স্পর্শ, তার কথা,
যে সময় হৃদয়ে ছিল উল্লাস, আবেগ আনন্দ।
তবু হাতে রেখে দিলে সে আমাকে ছেড়ে চলেছিল,
প্রেম বলে আমাকে ছাড়াই চলে গেছিল একটি পথে।

ব্যর্থ প্রেম যে আমাদের ছিল গাহি,
সে প্রেম এখন আমাদের হাত থেকে ছিড়ে গিয়েছে।
তাছাড়া আমরা বাকি আছি, আবারও মাঝে মাঝে,
ভুলে যাচ্ছি যে, প্রেমের কথা আবার শুনিতে।

ব্যর্থ প্রেম নিয়ে ছন্দ

ভালোবাসার স্বপ্ন, হৃদয়ে ছিল জ্বলন,

আশায় ভরা আঁধার, বিচ্ছেদের দিন ব্যথা।

প্রেমের আগুন বুঝে, আসে এক অধোস্বপ্ন,

অচেনা দিকে হারি, হারি ভালোবাসার গান।

 

মনের ভালোবাসা ছিল তো সত্য,

প্রেমের গান গেল মেঘে বাতাসে।

ছুটে গেল স্বপ্ন, হারানো আকাশ,

ব্যথা ছিল প্রেমের মিষ্টি আবেগে।

 

ভীষণ প্রেমে জ্বলে আত্মা,

ভেঙে গেল স্বপ্ন, সব হারিয়ে শব্দ।

দুঃখের ছায়া ছিয়ে চলে আসা,

ব্যর্থ প্রেমে ছিল বিপুল বিষাদ।

 

ভালোবাসা ছিল তো, জানি সেই দিন,

হারানো আশা, বুকে বেদনা ছিল।

প্রেমের গল্প তাতে শেষ পেল না,

ব্যাথা ছিল হৃদয়ে, সেই প্রেমের গীতা।

 

ভালোবাসা ছিল আমার, সুখের স্বপ্ন,

প্রেমের আগুন আমার হৃদয়ে ঝর্ণা।

বিচ্ছেদের বৃষ্টি, ব্যথা এক আবেগ,

ছিল ব্যর্থ প্রেমে আমার মনের বাণী।

 

ভালোবাসার গল্প এক, ব্যর্থ অধ্যায়,

হারিয়ে প্রাণে ছিল দুঃখের ক্ষয়।

স্বপ্ন ছিল বিকেলে, ভেঙে গেল শখ,

প্রেমের কাহিনী আজও বুঝা বেঁধে।

 

ভালোবাসার গল্প অধোগম, মনে হল বৃথা,

প্রেমের ছায়া আজও লেগে আছে হৃদয়ে।

ভেঙে গেল স্বপ্ন, বিচ্ছেদে আঘাত,

ব্যথা মিশেছে বৃষ্টির মতন, সেই ব্যর্থ প্রেমের সত্য।

 

ভালোবাসা সেই ছিল স্বপ্নের দুনিয়া,

বিচ্ছেদের বাতাসে হারিয়ে গেল সবই।

ছিল প্রেমের গল্প, এখন শেষ পাতা,

ব্যথা ছিল হৃদয়ে, সেই অধোস্বপ্নে পার্থা।

Read More