মাল্টা যেতে কত টাকা লাগে, বেতন কত ও ভিসা খরচসহ যাবতীয় তথ্য

বর্তমান সময়ে মালটাতে বিভিন্নভাবেই সেখানে বিজনেস এর উদ্দেশ্যে অথবা কাজ করার উদ্দেশ্যে মানুষ পাড়ি জমাচ্ছে। তবে আগের তুলনায় মালটাই কাজ করার বেতন কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ডলারের বৃদ্ধি হওয়ার কারণে অনেকে সেখানে কাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। মালটাতে বিভিন্ন ফ্যাক্টরি এবং ড্রাইভিং সহ রেস্টুরেন্ট বা অন্যান্য বাসা বাড়িতে কাজ করার সুযোগ রয়েছে। এবং সেখানে কাজ করে ভালো পরিমান টাকা উপার্জন করতে পারবেন।

আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন। আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি পোষ্ট। পোষ্টটি হল মালটা যেতে কত টাকা লাগে, বেতন কত ও ভিসা খরচ কত ইত্যাদি সকল বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। আশা করছি আপনাদের কাছে এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট। খুব মনোযোগ সহকারে এই পোস্টটি পড়ে নিবেন। চলুন তাহলে আর দেরি না করে নিচে থেকে দেখে নেই মালটা যাতে কত টাকা লাগে, বেতন কত ও ভিসা খরচ কত।

মালটা যেতে কত টাকা লাগে

আপনারা অনেকেই অনেক দেশে কাজ করার জন্য যেতে চান। তেমনি অনেকেই মালটাতে কাজ করার জন্য যেতে চায় । আপনারা অনেকেই জানেন না মালটাতে যেতে হলে কত টাকা খরচ হবে। সে সম্পর্কে আমরা এখন আপনাদের মাঝে আলোচনা করব। আপনি অনেক ভাবে মালটা যেতে পারেন। চলুন তাহলে জেনে নেই মালটা যেতে কত টাকা খরচ হতে পারে সে সম্পর্কে বিস্তারিত তথ্য।

আসলে আপনি যদি মালটাতে যেতে চান তাহলে আপনার ২ লক্ষ টাকা থেকে শুরু করে ১২ লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে। আপনাদের মনে অবশ্যই প্রশ্ন জেগেছে ২ লক্ষ কোথায় আর বারো লক্ষ কোথায় কিভাবে সম্ভব। অবশ্যই আপনি চাইলে দুই লক্ষ টাকা দিয়ে যেতে পারবেন। আবার আপনি চাইলে বার লক্ষ টাকা দিয়েও মালটা যেতে পারবেন। আপনি যদি দুই লক্ষ টাকা দিয়ে মালটাতে যেতে চান তাহলে আপনাকে নিজে নিজে সকল কাজগুলো সম্পন্ন করতে হবে। এখন আধুনিক যুগ নিজে নিজে চাইলে সবকিছু সম্পন্ন করতে পারবেন। আর আপনি যদি নিজে নিজে কাজগুলো সম্পূর্ণ করতে না পারেন তাহলে আপনাকে এজেন্টের সাহায্য নিতে হবে। আর এজেন্সি গুলো অনেক বেশি টাকা নিয়ে থাকে।

কিছু কিছু এজেন্সি আট লক্ষ টাকা নেই, আবার কিছু কিছু এজেন্সি আছে ১০-১২ লক্ষ টাকা নিয়ে থাকে মালটা যাওয়ার জন্য। আসলে মালটা যাওয়ার খরচটি নির্ভর করে সম্পূর্ণ এজেন্সির উপর। এখানে এজেন্সির অনেক বেশি লাভ থাকে আপনার কাছ থেকে যত বেশি টাকা নিতে পারবে ততই তাদের লাভ। কি কারনে এজেন্সির মাধ্যমে গেলে এত টাকা খরচ হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনি চাইলে খুব সহজেই দুই লক্ষ টাকার মাধ্যমে মালটা যেতে পারবেন। তার জন্য আপনাকে একটু পরিশ্রম করা লাগবে সেটাই। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন মালটা যেতে কত টাকা খরচ হতে পারে তার সম্পর্কে বিস্তারিত তথ্য।

মালটা কাজের বেতন কত

আপনারা অনেকেই অনেক দেশে যেতে চান শুধুমাত্র টাকা আয় করার জন্য। আপনারা অনেক টাকা খরচ করে একটি দেশে যেতে চান শুধুমাত্র আপনারা জীবন স্বাচ্ছন্দে যেন চালাতে পারেন সেই কারণে। এর জন্য আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন আপনি যে দেশে যাবেন সেই দেশে বেতন সম্পর্কে। আসুন আমরা জেনে নেই মালটাতে বেতন কত দেয় তার সম্পর্কে বিস্তারিত তথ্য।

যদি আপনি মালটা যান এবং মালটা যেয়ে ফুড ডেলিভারি করে থাকেন তাহলে আপনি মাসে ১০০০ থেকে ১২০০ ইউরো আয় করতে পারবেন। যা বাংলাদেশী হিসাবে এক লক্ষ দশ হাজার টাকার কাছাকাছি। মালটা তে যারা কাজ করে তারা প্রায় এক হাজার, বারোশো ইউরোও করে আয় করে থাকে। এটা এভারেজ বেতন হিসেবে ধরা চলে। আবার কেউ কেউ একটু বেশি এবং কেউ একটু কম আয় করে থাকে। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যদি এই মালটা যান তাহলে আপনি মাসে এক লক্ষ টাকা আয় করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন মালটা গিয়ে বাঙালিরা প্রতি মাসে কত টাকা ইনকাম করে সেই সম্পর্কে।

মালটা যেতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হয়

মালটা যেতে হলে আপনার বেশ কিছু ডকুমেন্টস এর প্রয়োজন হবে। আমাদের সকল ক্ষেত্রেই বেশ কিছু ডকুমেন্টস এর প্রয়োজন হয়ে থাকে যে সকল ডকুমেন্টগুলো ছাড়া আমরা কোন কাজ করতে পারি না। তেমনিভাবে আপনি যদি মালটা যেতে চান তাহলে আপনার বেশ কিছু ডকুমেন্টস এর প্রয়োজন হবে। যে সকল ডকুমেন্টসগুলো ছাড়া আপনি মালটা ভিসা পাবেন না। যেই ডকুমেন্টগুলো মালটা যেতে প্রয়োজন তা নিচে উল্লেখ করা হলো।

1. মালটা যেতে হলে অবশ্যই আপনার একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে।
2. পাসপোর্টে কমপক্ষে দুইটা ফাঁকা পেজ থাকতে হবে।
3. পাসপোর্ট এর অবশ্যই কমপক্ষে ছয় মাসের বেশি মেয়াদ থাকতে হবে।
4. জন্ম নিবন্ধন এর প্রয়োজন হবে।
5. ভোটার আইডি কার্ডের প্রয়োজন হবে।
6. করোনা টিকা কার্ড এর প্রয়োজন হবে।
7. মেডিকেল রিপোর্ট এর প্রয়োজন হবে।
8. পুলিশ কিয়ারেন্স সার্টিফিকেট এর প্রয়োজন হবে।

মূলত এই সকল ডকুমেন্টগুলো প্রয়োজন হয় সকল দেশে যাবার ক্ষেত্রে। তেমনি মালটা যেতেও এই সকল ডকুমেন্ট গুলোর প্রয়োজন হয়ে থাকে। যদি আরো অন্যান্য তথ্য প্রয়োজন হয় তাহলে আপনি যে এজেন্সির মাধ্যমে যাবেন সেখানে থেকে জানতে পারবেন। অথবা যে কোম্পানির মাধ্যমে আপনি যাবেন সেখান থেকে জেনে নিতে পারবেন বা আপনাকে তারাই বলে দিবে।

মালটা ভিসা চেক করার নিয়ম

আপনারা হয়তো এখন সকলেই জানেন অনলাইনের মাধ্যমে সকল তথ্য পাওয়া সম্ভব। তেমনি আপনি চাইলে অনলাইনের মাধ্যমে আপনি আপনার ভিসা চেক করতে পারবেন, সেটা যে দেশে হোক না কেন। অনলাইনের মাধ্যমে আপনি খুব সহজেই মালটা ভিসা চেক করতে পারবেন। ভিসা চেক করার জন্য আপনাকে কয়েকটা অতিক্রম করতে হবে। চলুন তাহলে সেই ধাপগুলো গুলো দেখে নেয়া যাক।

1. আপনারা গুগল এ গিয়ে মালটা ভিসা ট্রাকিং লিখে সার্চ দিবেন।
2. সার্চ দেওয়ার পরে আপনার কাছে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে।
3. এরপর আপনি  মালটা ভিসা ইনফরমেশন এমন ওয়েবসাইটে প্রবেশ করবেন।
4. ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি ট্রাক ইউর এপ্লিকেশন নামে একটি অপশন পাবেন। সেখানে গিয়ে ক্লিক করবেন।
5. তারপর আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে এবং আপনার কাছ থেকে রেফারেন্স নাম্বার এবং ডেট অফ বার্থ চাইবে।

আশা করি আপনারা তাহলে মালটা ভিসা চেক করার নিয়ম বুঝতে পেরেছেন।

মালটায় বাঙালিরা কি কি কাজ করে

আপনারা অনেকেই অনেক দেশে কাজ করার জন্য যেতে চান। আপনারা যারা মালটাই কাজ করার জন্য যেতে চান তারা জানতে চান সেখানে গিয়ে কি কি কাজ পেতে পারেন তার সম্পর্কে। মালটায় কাজের চাহিদা অনেক, সেখানে যে কেউ গিয়ে খুব সহজে কাজ খুঁজে পাবে। এখানে গিয়ে যে সকল কাজ করবেন তা নিচে দেওয়া হল।

1. আপনারা মালটা এগিয়ে ফুড ডেলিভারির কাজ করতে পারেন। এটা একটি স্বাধীন পেশা, যা  আপনারা সকলেই জানেন।
2. আপনি মালটা গিয়ে খাদ্যের কাজ করতে পারেন।
3. আপনি সেখানে গিয়ে সুপার শপে কাজ করতে পারেন।
4. সেখানে গিয়ে আপনি হোটেলে কাজ করতে পারেন।
5. সেখানে গিয়ে আপনি ক্লিনারের কাজ করতে পারেন।
6. সেখানে গিয়ে আপনি কারখানার শ্রমিক হিসেবে কাজ করতে পারেন।

আরো অনেক রকম কাজ করতে পারবেন মাল্টায় গিয়ে। বাঙালির সেখানে গিয়ে সকল কাজ করে লক্ষ লক্ষ টাকা আয় করে থাকেন। ইতিমধ্যে আপনাদের সঙ্গে আলোচনা করেছি মালটা যেতে কত টাকা খরচ হয়, বেতন কত, ভিসা চেক করার নিয়ম এবং যেতে কত টাকা লাগে সে সম্পর্কে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাঙালিরা মালটাই গিয়ে কি কি কাজ করে থাকে।

মালটা কোন ভাষায় কথা বলে

আপনারা শুনলে অবাক হবেন মালিকেরা বেশিরভাগ সময় ইংরেজি ভাষায় কথা বলে থাকে। কেননা বাইরের দেশ থেকে যে কোন মানুষই এসে যেন তাদের সঙ্গে খুব ভালোভাবেই মনের ভাব প্রকাশ করতে পারে তার জন্য। তাদের দেশে প্রায় সকলেই ইংরেজি ভাষায় কথা বলে যারা কাজে আসে বাইরে থেকে তাদের সুবিধার জন্য। তারা তাদের মাতৃভাষায় কথা বলে যখন তাদের মধ্যে কথা বলে তখন। মালটা এসে কেউ গিয়ে খুব সহজে চলাফেরা করতে পারবে, যদি সে নূন্যতম ইংরেজি জেনে থাকে। আশা করি আপনাদের ভাষা নিয়ে কোন সমস্যাই পড়তে হবে না মালটাই গিয়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন মালটাই কোন ভাষায় কথা বলে।

মালটা মুদ্রার মান কত

আপনারা অনেকেই মালটায় কাজ করার জন্য যেতে চান। মালটা এক ইউরো সমান বা বাংলাদেশে কত টাকা হতে পারে সে সম্পর্কে অনেকেই জানতে চায়। আজ আমরা তাদের উদ্দেশ্যে বলব মালটাই মুদ্রার মান কত। চলুন তাহলে জেনে নেই।

আপনারা অনেকেই জানেন মালটার কাজ করে একশ ইউরো এবং তার বেশি পাওয়া যায়। আপনারাও বাংলা টাকা অনেকে হিসাব করতে পারেন না। এখন থেকে আপনারা খুব সহজেই নিজে নিজেই মুদ্রার মান বের করতে পারবেন। এখন বর্তমানে মালটার এক ইউরো সমান বাংলাদেশি ৯১ টাকা। কিছু কিছু সময় মুদ্রার মান কম-বেশি হয়ে থাকে। যেমন এখন মালটার এক ইউরো সমান ৯১ টাকা। অনেক সময় ৮৫ টাকা, ৮৮ টাকা, আবার অনেক সময় ৯৫ টাকা হয়ে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন মালটার টাকার মান সম্পর্কে।

মালটা ওয়ার্ক পারমিট ভিসা

মালটা ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার জন্য প্রথমে নিয়োগ কর্তার কাছে আবেদন করতে হবে। আবেদন গ্রহণযোগ্য হলে নিয়োগ করতে প্রতিষ্ঠান কাজের সনদ দিবে। তারপর ওয়ার্ক পারমিট সংগ্রহ করে ভিসা করতে পারবেন। নিয়োগ কর্তা দ্বারা অনুমোদিত হওয়ার পরই ওয়ার্ক পারমিট দিবে। ওয়ার্ক পারমিট একবার ইসু হলে, ভিসাধারী ব্যক্তি শুধুমাত্র একজন নির্দিষ্ট নিয়োগকর্তার অধীনে কাজ করতে পারবেন। একই পারমিট ব্যবহার করে অন্য কোন নিয়োগকর্তার কাজ করতে পারবেন না। মালটাই ওয়ার্ক পারমিটের জন্য ভিএফএস গ্লোবাল কনসুলেটে কিংবা বিভিন্ন এজেন্সিতে দেড় লক্ষ্য থেকে ২ লক্ষ টাকা নেওয়া হয়। ওয়ার্ক পারমিট ভিসা পেতে আবেদনকারীর বয়স নূন্যতম ১৮ বছর থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

মালটা কোন কাদের চাহিদা বেশি

মালটাই রেস্টুরেন্ট কর্মী, হোটেল ম্যানেজমেন্ট কর্মী এবং এ ধরনের অন্যান্য পর্যটন সম্পর্কিত কাজ গুলোর চাহিদা সবচেয়ে বেশি। একজন রেস্টুরেন্ট ওয়ার্কারের বেতন ৯০ হাজার থেকে শুরু করে এক লক্ষ এবং সেপ এর বেতন দেড় লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। মালটা একটি পর্যটন ভূমি। মাল্টায় হোটেল, রেস্টুরেন্ট এবং পর্যটন সংখ্যা অনেক বেশি। তাই এখানে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন পর্যটন শিল্পকে কেন্দ্র করেই হয়। তবে একটি দেশের অসংখ্য কর্মক্ষেত্র থাকতে পারে। মালটা ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার জন্য সে দেশের সবচেয়ে চাহিদা সম্পন্ন কাজগুলো সম্পর্কে সকলেই জানতে চাই। তাই মালটাই সবচেয়ে চাহিদা সম্পন্ন সকল কাজ গুলোর তালিকা নিচে দেওয়া হল।

1. রেস্টুরেন্ট ওয়েটার।
2. ফুড ডেলিভারি।
3. সুসি সেফ।
4. হাউসকিপার।
5. সেফ অ্যাসিস্ট্যান্ট।
6. কিচেন পটার।
7. কন্ট্রাকশন শ্রমিক।
8. মাসেজ থেরাপিস্ট।
9. ডাইভার।
10. এসি টেকনিশিয়ান।
11. মেইনটেনেস ওয়ার্কার।
12. বিভিন্ন কোম্পানির শ্রমিক ইত্যাদি।

এর সকল কাজে মালটা ভিসা প্রসেসিং সহজ এবং উপার্জনের পরিমাণও হবে অনেক বেশি।

মালটা থেকে কোন কোন দেশে যাওয়া যাবে

মালটা হলো ইউরোপিয়ান সেনজেন একটি দেশ। এই ইউরোপিয়ান দেশের মতো ২৬ টি দেশ রয়েছে। আপনি চাইলে এই মালটা দেশ থেকে সেই ২৬ টি দেশে প্রবেশ করতে পারবেন। নিজে সেই দেশগুলো উল্লেখ করা হলো।

* অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, চেকরিপাবলিক, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, ফিনল্যান্ড, আইসল্যান্ড, হাঙ্গেরি, গ্রিস, ইতালি, লেটভিয়া, লিথুনিয়া, মালটা, নেদারল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, সুইডেন, পর্তুগাল, লুক্সেমবারগ। এই ২৬ টি দেশ সেনজেন ইউরোপিয়ান দেশের মধ্যে অন্তর্ভুক্ত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন মালটা থেকে কোন কোন দেশে যাওয়া যাবে।

Read More

মালোশিয়া ভালো কোম্পানির নাম, বেতন কত ও ভিসা খরচ
হাঙ্গেরি যেতে কত টাকা লাগে, বেতন কত ও ভিসা খরচসহ যাবতীয় তথ্য