মাথা ব্যথার দোয়া

চলুন দেখে নেয়া যাক মাথা ব্যথার দোয়া। মাথা ব্যাথা হলো একটি স্বাভাবিক অসুস্থতা। মাথা ব্যথার কারণে মানুষ স্বাভাবিক কাজ কর্মও করতে পারে না। সুস্থ সুন্দর ও আরামদায়ক জীবন যাপনে মাথাব্যথা সহ সব ধরনের রোগ থেকে সুস্থ থাকা খুবই দরকারি। মাঝে মধ্যে মাথা ব্যাথা হয় না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ঘুম কম হওয়া বা দুশ্চিন্তা সহ বিভিন্ন কারণে মাথাব্যথা হতে পারে। আবার কারো মাইগ্রেনের সমস্যাও  রয়েছে। এ অবস্থায় চিকিৎসকের পরামর্শ গ্রহণের পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করা উচিত।

মাথা ব্যাথা হলে কি দোয়া পড়তে হবে তা কোরআন হাদিস এ বিশেষভাবে উল্লেখ নেই। তবে আলেম-ওলামা ও ধর্মীয়  বিশেষজ্ঞরা কোরআন হাদিসের আলোকে বিভিন্ন আমল নির্ণয় করেছেন। পাশাপাশি বিভিন্ন দোয়াও উল্লেখ করেছেন।  যারা মাইগ্রেনসহ বিভিন্ন কারণে মাথা ব্যথায় আক্রান্ত হন তাদের এ ব্যথা থেকে মুক্তি পাওয়া খুবই জরুরী। তাহলে চলুন দেখে নেওয়া যাক,  মাথা ব্যথা হলে কুরআনুল কারিমের যে দোয়াটি পড়তে হবে।

মাথা ব্যাথার দোয়া ১–  তিনবার নিম্নোক্ত এই দোয়াটি পাঠ করা।

বাংলা উচ্চারণ: ‘লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইয়ংজিফুন।’ ( সূরা: ওয়াকিয়া, আয়াত:১৯ )।

এ দোয়াটি যেভাবে পড়বেন, যখন কারো মাথাব্যথা হয় তখন তার ডান হাত দিয়ে মাথা চেপে ধরে তিনবার এই দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়া যাবে। মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা আমাদের সবাইকে কুরআনী আমলের মাধ্যমে সব ধরনের সুস্থতা থেকে হেফাজত করুন। আমীন।

মাথা ব্যথার দোয়া ২– তিনবার এই দোয়া পড়া।

উচ্চারণ: আউজু বিকালিমা তিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা তুয়ানি তাজিদু ওয়া ফাজিল তুহাজিরুন।

অর্থ: যে কষ্ট আমি ভোগ করছি এবং যে অনিষ্টে আক্রান্ত হয়েছি, আল্লাহ তালার পূর্ণাঙ্গ বাক্যের মাধ্যমে তা থেকে মুক্তি চাচ্ছি।

মাথা ব্যাথার দোয়া ৩–  ছয় বার ‘আউযুবিল্লাহি মিনাশ শাইতায়ানির রাজিম এবং একবার বিসমিল্লাহির রাহমানির রাহিম’ পড়া।

পড়া শেষে সম্ভব হলে হাত দিয়ে তিনবার মাটিতে মৃদুভাবে আঘাত করবে, যেন ব্যথা মাটিতে স্থানান্তরিত হয়।

 মাথা ব্যথার দোয়া ৪-  একবার এই দোয়া করা পড়া।

উচ্চারণ:  বিসমিল্লাহির সাফি, বিসমিল্লাহি কাফি,আল্লাহুম্মাশ ফিনি ওয়াফিনি ওয়াফু আন্নি।

অর্থ: আরোগ্যদাতা আল্লাহর নামে, পূর্ণতা দানকারী আল্লাহর নামে; হে আল্লাহ! আমাকে সুস্থতা দান করুন। আমাকে আরোগ্য দিন এবং আমাকে ক্ষমা করুন।

মাথা ব্যথার দোয়া ৫– ওসমান ইবনে আবিল আস ( রা.) এর ব্যাপারে বর্ণিত আছে, তিনি রাসুল ( সাঃ) কে জানিয়েছিলেন যে, যখন ইসলাম গ্রহণ করেছিলেন, তখন থেকে তিনি মাথা ব্যাথা ও তার শরীরে ব্যথা অনুভব করছেন। তখন রাসূল ( সা.)বলেন, যে স্থানে তোমার ব্যথা হচ্ছে সেখানে হাত রেখে তিনবার ‘বিসমিল্লাহ’ বল। সাতবার ‘আউযুবিকুদরাতিহি মিন শাররি মা তুয়ানি ওয়া তাজিদু  ওয়া তুহাজিরু’। শুরুহুল হাদিস, হাদিস: ১৫৮)। 

 মাথা ব্যথার ওষুধ 

মাথাব্যথা থেকে তাৎক্ষণিক পরিত্রাণ পেতে বিভিন্ন ব্যাথা নাশক ওষুধ যেমন প্যারাসিটামল ইত্যাদি সেবন করা যেতে পারে। ব্যথা নাশক ওষুধের সঙ্গে অবশ্যই পেপটিক আলসার রোধী ওষুধ খেতে হবে। অতিরিক্ত ব্যথা নাশক ওষুধ সেবনেও মাথাব্যথা হতে পারে। এ সমস্যাকে বলে মেডিসিন ওভার ইউজ হেডেক। তাই খুব প্রয়োজন না হলে ঘন ঘন ব্যথা নাশক ওষুধ না খাওয়াই ভালো। চিকিৎসকের পরামর্শে দীর্ঘমেয়াদি কিছু ওষুধ সেবনে এ সমস্যা থেকে পরিত্রান পাওয়া সম্ভব।