হাসির ছন্দ, দম ফাটানো হাসির ছন্দ, মিষ্টি হাসির ছন্দ ও কবিতা

আমরা অনেক সময় একা একা থাকতে ভোর হয়ে পড়ি। তাই মজা বা আনন্দ নেওয়ার জন্য হাসির ছন্দ বা হাসির কৌতুক পড়ে থাকি। হাসতে কে না ভালোবাসে? হাসার মাধ্যমে মন সতেজ ও উৎফুল্ল থাকে। যেমন হাসির ছন্দ পড়ে নিজে আনন্দ লাভ করা যায় তেমন বন্ধুদেরকে বলে ও তাদের আনন্দ দেওয়া যায়। তাই যারা আপনারা হাসতে ভালবাসেন তাদের জন্য নিয়ে এসেছি হাসির ছন্দ, হাসির জোকস, ফাটাফাটি হাসির ছন্দ, মিষ্টি হাসির ছন্দ, প্রেমের হাসির ছন্দ। 

আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন। আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আশা করছিআজকেরর এর এই আর্টিকেলটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনদের মাঝে এই আর্টিকেলটি শেয়ার করবেন। তাহলে আর দেরি না করে এখনি চলুন নিচে থেকে দেখে নেওয়া যাক হাসির ছন্দ, হাসির জোকস, মিষ্টি হাসির ছন্দ, প্রেমের হাসির ছন্দ ইত্যাদি বিষয় সম্পর্কে।

হাসির ছন্দ

1. যদি আমার বুকটা ধানক্ষেত হইতো,
যদি তুমি লাঙ্গল  হইতে,
দেখতে বাম্পার ফলন কারে কয়।

2. গোলাপেতে হাত দিও না,
কাটা ঢুকতে পারে।
মেয়েদেরকে মন দিও না,
ধোঁকা দিতে পারে।

3. ভাত খাই মাছ খাই
আরো খাই ডাল
তোমার প্রেমে ছ্যাকা
খেয়ে হয়ে গেলাম টাল।

4.  গোলাপ ফুলের পাপড়ি দিয়ে
লিখব তোমার নাম,
আমি আমার ভালোবাসা
তুমি আমার জান।

5. আমি তোমার আলুর চপ
তুমি আমার ডাল,
তোমার আমার ভালোবাসা
থাকবে চিরকাল।

6. ফুলবাগানে  ফুল ফুটে
লাউ বাগানে কদু,
আমার বাড়ি আসলে বন্ধু
খাওয়াবো তোমায় মধু।

7. বগুড়ার দই ভালো
সিলেটের চা,
আমি যখন বাবা হব,
তুমি তখন মা।

8. বুকে আছে প্রেম মনে আছে তুমি,
আর মাত্র কিছুদিন পরে হব তোমার স্বামী।

9. আম গাছে আম ধরে জাম গাছে জাম,
তোমায় আমি বিয়ে করবো হৃদয়ে লিখলাম নাম।

10. তোমার আমার ভালবাসায় নেই তো কোন ভুল,
প্রেম নদীতে সাঁতার কাটি পায় না খুঁজে  কুল।

জোকস হাসির ছন্দ

11. বিরানি আর ফুচকা যে ছেলে পছন্দ করে না, তার সাথে বিয়ে তো দূরের কথা প্রেম করাও পাপ।

12. ছেকা খাওয়া গান শুনে কাঁদলাম দুই ঘন্টা, এর পরে মনে পড়লো আরে আমি কাঁদছি কেন! আমি তো সিঙ্গেল।

13. প্রতিটি ছেলে চায় ভদ্র মেয়েকে বিয়ে করতে, কিন্তু আমি একা কতজনকে বিয়ে করবো।

14. রাতে বলি দিনে পড়ব দিনে বলি রাতে পড়বো আর এভাবেই চলছে আমার পড়াশোনা।

15.  ভাউচার দেখুন ছাত্রীকে ক্লাসে ডেকে নিয়ে কি করল শিক্ষক, ঢুকে দেখি নতুন বই দিচ্ছে।

16. জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহ তাআলার হাতে, মাঝখানে শুধু প্রেমটাই শয়তানের হাতে।

17. এখন তো ব্রাশ করতে ভয় লাগে কখন জানি প্রিয়াঙ্কা চোপড়া আবার গাছের ডালপালা ভেঙে এসে বলবে আপনার টুথপেস্টে নুন আছে।

18. পচাদা বউকে দিয়ে পতাকা কিনতে গেছে, দু চারটে দেখার পর পচাদার বউ দোকানদারকে বলল, আরো অন্য কালার দেখান তো।

19. বড় ছেলেকে মেডিকেল গিয়ে নাকি বুয়েটে পড়াবে এই নিয়ে পার্কে বসা BF  ও GF এর মধ্যে তো মূল ঝগড়া। অবশেষে GF এর ডায়লগ কাল থেকে আমার JSC পরীক্ষা। তাই আর বেশি কিছু বললাম না।

20. মেয়েদের শাড়ি সামলানোর দৃশ্যটা পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য গুলোর একটি।

ফাটাফাটি হাসির ছন্দ

21. মেয়েদের বুক ফাটে তবু মুখ ফাটে না কেন জানেন? কারণ তারা দাঁত মাজে না।

22. ব্যাঙ ও মেয়েদের মধ্যে কোন পার্থক্য নেই, কারন বৃষ্টি হলে এরা দুজনেই হুদাই লাফায়।

23. ফেসবুকে প্রেম করে এক পাকিস্তানি পোলারে সেই লেভেলের ছ্যাকা দিছি, আচ্ছা আমি কি এখন মুক্তিযুদ্ধার ভাতা পামু!

24. না হলে পড়াশোনা না হলাম কারো বাবুসোনা, জীবনটা  হুদাই ভেটাকাইতে  ভেটাকাইতে গেল জরিনা তুমি কই?

25. তেলাপোকা দেখে বিছানায় হিসু করা মেয়ে গুলি ফেসবুকে এসে বলে কিনা, বিয়ের পরে জামাই পিটাবে হা হা হা।

26. প্রেম ছাড়া নাকি মানুষ বাঁচে না, তাহলে আমি কি অন্য গ্রহ থেকে এসেছি?

27. আজ আমি গরিব বলে মেয়েরা শুধু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, বড়লোক হলে তো প্রেমের রিকোয়েস্ট পাঠাতো।

28. চিকন মেয়েদের দেখলে মশা মনে করে রক্ত খাব না কি দিব!

29. ভাবির বোনের ফ্রিজে এক টুকরা মাংস রাখতে চাইছিলাম, পলিথিন নাই বলে রাখতে দিল না। একদিন আমারও ফ্রিজ হবে ঐদিন আর পলিথিন লাগবে না।

30. আইন নিজের হাতে নিবেন না, মশা ধরে পুলিশের হাতে তুলে দিন।

মিষ্টি হাসির ছন্দ

31. তুমি আমার মন আকাশে উড়ে চলা Bird
তুমি আমার মোবাইল ফোনের ৬০০ টাকার কার্ড,
তুমি আবার ফুলদানিতে জমে থাকা ছাই
তুমি আমার গলার মাঝে ফাঁস লাগানো টাই।

32. এক হাতে সিগারেট আর অন্য হাতে চায়ের কাপ,
তোমার পিছনে ঘুরে আমি করছি অনেক পাপ।

33. যে দেশে চুমু খেলে জ্বর সেরে যায়,
সেখানে ভ্যাকসিন আবিষ্কার করা বিলাসিতা।

34. আজকে এক বড় ভাইয়ের কাছে একটি কথা
শুনলাম কথাটা হলো জার্মানিতে কেউ
গালাগালি দিলে তার ১০ বছর জেল হয়।
আর আমি ভাবলাম ভাগ্যিস আমাদের দেশে।

35. একদিন আমিও ডাক্তার হব তোকে Icu তে পাঠাবো,
তোর মা বাবাকে বলবো অবস্থা খুবই ভয়াবহ,
আপনার মেয়ে আমাকে ছাড়া বাঁচবে না।

36. আগে ধনী লোকেরা পয়সার বিনিময়ে গরিব মেয়েদের নাচ দেখতো,
এখন সেই ধনী লোকদের মেয়েটা টিকটকে নেচে সবাইকে দেখিয়ে তাদের  বাব-দাদার ঋণ শোধ করতেছে।

37. কাদায় পড়ে গিয়েছিলাম তা দেখে হাসতে হাসতে
এক মেয়ে ড্রেনে পড়ে গেছে।

38. যে ছেলেটা রক্ত দেখতে ভয় পাইতো,
আজকে সেই ছেলেটা রক্তের হোলি খেলে।

39. বিয়ে বাড়িতে বিয়ে হবে দুইজনের,
আর প্রেম হবে তোমার আর আমার।

40. গরু ডাকে হাম্বা কুকুর ডাকে ঘেউ,
তোমার আমার ভালোবাসা জানবে না তো কেউ।

প্রেমের হাসির ছন্দ

41. আমাদের ভালোবাসা হয়ে গেলে ঘাস
খেয়ে গেলে গরু দিয়ে গেল বাঁশ।

42. বন্ধু তুমি খবর  নিও চুপি চুপি
কাছে এসে ভালোবেসো করো না কারো চুপি।

43. বন্ধু তুমি আসো আমাদের বাড়িতে
তোমাকে খাইতে দেব হাড়িতে
যাইতে দিব নাকো বাড়িতে
তুমি থাকবে শুধু গোয়ালে।

44. ভালোবেসে আদর করো সোহাগ করো না
বাপের বাড়ি যাইতে চাও কথা শুনো না
এবার তুমি যেয়ে দেখো আর আনবো না।

45. কথায় কথায় দাও বোকা কথা বলো না
আমায় তোমার ভালো লাগে না
নতুন পেয়ে ভুলে গেছো আমি তোমার কে?

46. আমি আকাশ তুমি ঘুড়ি
সুতো হবে টানাটানি,
সিট্কে পড়বে তুমি
আমার বুকে এই আকাশে।

47. মিষ্টি প্রেমের দুষ্ট কথা ভালোবাসো আমায়
ভালোবেসে সুখ দিও কষ্ট দিও না,
সুখের বোঝা বইতে চাও কষ্টের বোঝা না।

48.আজ হবে মধুর মিলন তুমি আমি খেলবপাশা
ভাঙবো গুটি জিতবো নাকো কেউ।

49. আমি সাপ তুমি গর্ত বুঝে নিও মনের ভাষা
বুঝে যদি যাও বলে দিও আমায়।

50. ভাদাইমা তোর নানী কিভাবে মরল
অসুখ হয়সাল মরছে।

ছোট ছোট হাসির ছন্দ

51. আম গাছে আম ধরে নারিকেল গাছে ডাব, ছেলেদেরকে মিস কল মারা মেয়েদের স্বভাব। গাছে বল লতা পাতা, মাছের বল পানি, এ যুগের মেয়েরা চায় পয়সাওয়ালা স্বামী।

52, বিদ্যুৎ চমকালে সবাই জড়িয়ে ধরে না, আমার মত কিছু পাবলিক ফ্রিজ, টিভির প্লাগ খুলতে দৌড়ায়।

53. আমাকে পছন্দ না হলে দূরত্ব বজায় রাখুন, কারণ আমি সবার মতো আগলা পিরিত মারতে পারি না।

54. যখন আমার খুব সম্মান পেতে ইচ্ছে করে, ঠিক তখনই আমি কাস্টমার কেয়ারে কল করি।

55. বিয়ের পর বউ আর কিছু পারুক বা না পারুক, আমার সুন্দর সুন্দর অনেকগুলি ছবি তুলে দিতে পারলেই চলবে।

56. কেউ মিথ্যা বলতেছে এটা বোঝার পরও আমি মাঝে মাঝে বলি, ও আচ্ছা তাই; তারপর কি হলো!

57. ফেসবুকে আসে একটু টাইম পাস করার জন্য, বাড়ি কই, কি করি এসব চৌদ্দগোষ্ঠীর পরিচয় দেওয়ার জন্য না।

58. মন চায় ইনবক্স টারে উষ্টায়া ফালাইয়া দেই, কাছের মানুষের খবর নাই। আর আজাইরা মানুষ আইসা বাড়ি কই, দরজা কই জানালা কই ইত্যাদি প্রশ্ন।

59. নিলজ্জ কাকে বলে জানেন? এই যে বাড়ির লোক এত বারণ করা সত্ত্বেও তুমি অভিরাম ফোন ঘেঁটে যাচ্ছ এটাকে নিলজ্জ বলে।

60. ছ্যাকা খেয়েছেন সেটা বড় কথা নয়, প্রেমে অংশগ্রহণ করতে পেরেছেন এটাই বড় কথা।

দম ফাটানো হাসির ছন্দ

61. বিয়ের কার্ডের ওপরে লিখে দিব কম সেজে আসবেন, কারণ বিয়েটা আমার আপনার না।

62. চুল পড়া নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম গিয়ে দেখি ডাক্তার নিজেই টাকলা, ভাবা যায় এগুলা।

 63. একে তো ফেক আইডি তার ওপর আবার প্রোফাইল লক,  মানে সিটি গোল্ডের গয়না তা আবার সিন্দুকে তালা মারা।

64. দাদিকে সাইকেলে করে নিয়ে যাচ্ছিলাম কোন এক হারামি পিক তুলে পোস্ট দিল ভালবাসায় বয়স লাগে না।

65. সোজা আঙ্গুলে ঘি না উঠলে চামচ ব্যবহার করুন, আঙ্গুল বাঁকা করার কি দরকার বাল।

66. গুগলে সার্চ করেছিলাম ভালো ছেলে চাই, গুগল বলল সরি আমরাও খুঁজছি। গুগলে সার্চ করেছিলাম ভালো মেয়ে চাই গুগল বলল সরি আমরা সেটাও খুঁজেছি। মোরাল অফ দা স্টোরি, এই দুনিয়াতে ভালো ছেলে মেয়ে কোথাও নাই।

67. হুট কইরা একদিন আমিও সংবাদ সম্মেলন ডাকবো “লেখাপড়া” ছাইড়া দিব।

68. পর্যাপ্ত পরিমাণ সৌন্দর্যের অভাবে নিজের ছবি আপলোড করতে পারতেছি না।

69. আমি সিঙ্গেল সমিতির সভাপতি সবাই দোয়া করবেন আমার জন্য।

70. ভেবেছিলাম বড় হয়ে গরিবদের পাশে দাঁড়াবো, বড় হয়ে দেখছি আমি নিজেই গরিব।

হাসির কবিতা

হাসির ফুল, হাসির মুখ,
জীবনে সুখের অনেক দোকান,
মেঘে মেঘে মেঘে বৃষ্টি পড়ে,
হাসি ছড়ায় সব প্রাণ।

হাসির ঝোল, হাসির বাটি,
আমাদের জীবন সুখের ঘাটি,
দুঃখ যায় দূর, খুশি আসে দিন,
হাসির সাথে জীবন মিলে হোক সুখবিন।

হাসির ছাদ, হাসির পাখি,
সব দিনে হাসি থাকুক আমাদের সাথে,
আশার আলো জ্যোতি করুক পথ,
হাসির মুখ জনজনে আনুক সুখ।

হাসির কান্না, হাসির স্নান,
এই হাসির জীবন সুখময় এক জীবন,
প্রিয়জনের সাথে আনন্দ ভোগ,
হাসির সময়ে সব সমস্যা হারিয়ে যায় স্বপ্ন।

হাসির বন, হাসির গান,
জীবনে যেতে দেওয়া আমাদের হাসির পাথ,
সুখে থাকুক সব, দুঃখ যায় দূর,
হাসির কবিতা আমরা সবাই প্রিয় এক গল্প।

হাসি আসে আমার চোখে, সূর্য উদিত পূর্বে।
মন ভরে আমার সুখে, সবার আগে, প্রথমবে।

চোখ করে উপমা, হাসি হাসি, শুধু একটি বস্তু ক্ষুদ্র।
কিন্তু সেই ক্ষুদ্র হাসি, আমাদের জীবন সুন্দর।

যখন দুঃখ আসে আমার দিকে, হাসি দেয় সাথে এসে।
আমাদের হৃদয় জুড়ে, সবার সাথে একসাথে।

হাসি যখন বিছানা সজায়, দুঃখের রাত্রি ভাঙ্গে।
তখন মনে আসে সে পুরো, জীবনটি হাসি দিয়ে ভরে।

হাসি যেখানেই আসুক, আমাদের মন উজাড়ে স্থান।
হাসি হাসি আমাদের জীবনে, আনতে সবসময় আছে সুখের প্লাবন।

Read More